খুলনা, বাংলাদেশ | ২০ অগ্রহায়ণ, ১৪৩১ | ৫ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  কয়েকজন বিচারপতির আচরণের বিষয়ে প্রাথমিক অনুসন্ধান চলছে, এ বিষয়ে যথেষ্ট অগ্রগতি হয়েছে : সুপ্রিম কোর্ট
  সব রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বিকালে
  ১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজে টেস্ট জয় বাংলাদেশের

প্রকৃতির দৃশ্যে নতুন সৌরভ 

আবদুস সালাম খান পাঠান

১.
রাঙ্গামাটির আঁকাবাঁকা পাহাড়ী ঢালুপথে, শিশির ভেজা –
শীত সকালের সবুজ তাজা ঘাসে বনরূপার তৃণলতা,
বৃক্ষছায়ায়; পায়ে হেঁটে-কতো পথ ঘুরেছি ।
লোকালয় পাশে, পাহাড়ী ঢালে;-বসতি, বিস্তীর্ণ জনপদের মাঝে;
-চাকমা রমণীর কতো যে কায়িকশ্রমের ঝুমচাষ দেখেছি,
আর, লাল-কংকর মাটির, গন্ধ শুঁকেছি ।
ফুলে ফলে ভরা সুশীতল-বনছায়ায় – পত্র-পল্লব গুল্মে, একান্ত
স্নিগ্ধ অনুভবে; উর্বর পাহাড়ী ফসলের ঘ্রানে হৃদয়ের বাসনা
মিটিয়েছি।

সরোবরে,-কাপ্তাই হ্রদ, লেকের জলে ফুটিছে কতো
পদ্ম,-মালতী -‘শাপলার, হরেক ফুল, প্রকৃতির মায়াভরা
সৌন্দর্যে নতুন সৌরভে, আনন্দময় আবেগঘন, সুখী
জীবনের সন্ধান পেয়েছি ।
– কতো সময় ঝর্ণার-ধারে, প্রবাহমান নদীস্রোতে-
অবগাহন করেছি । তুষারপাতে বরফে শীতলতা অনুভব করেছি ।

২.
বৃষ্টিঝরা সন্ধ্যায় ঘরের বাতায়ন খুলে, পুষ্পধামে
নীলাকাশের অপূর্ব-দৃশ্য দেখেছি !!
আকাশের রংধনু রঙে, লাল-সবুজের, শান্ত হাওয়া খুঁজেছি ।
ঊষার দিগন্তে, সৌন্দর্য শুভ্রতা মাঝে, সূর্য উঠার
মনোরম দৃশ্য দেখেছি ।
প্রকৃতি চৈতন্যে, মেঘমালা সাজে কবিতার পংক্তিমালায়
স্বদেশের ভালোবাসার কথা লিখেছি ।
‘লুসাই পাহাড়ের অপরূপ-দৃশ্যে প্রগাঢ় সবুজে দু’নয়ন
মেলেছি ।

৩.
সোনালি স্বপ্নের ভুবনে, জোয়ার ভাটায় সমুদ্র সৈকত
-বালুকায়’ নুড়ি, পাথর, ঝিনুক প্রবাল কুড়িয়েছি ।
সেন্টমার্টিন দ্বীপের বনরাজির সবুজাভ মনোরম বৃক্ষছায়ায়
গ্রীষ্মের উষ্ণ তাপদাহে, ঘর্মাক্ত দেহে, শীতল হাওয়ায় –
-বিশ্রামে; মনের উন্মেষে শত সুখ খুঁজেছি ।

প্রকৃতি প্রেমের সুন্দর মোহমায়ায়, বিনীদ্র রজনী
-প্রহর অলীক স্বপ্নতরঙ্গে ডুবেছি ।
পয়ার কবিতার ছন্দে, বাংলাদেশের রূপ ‘সৌন্দর্য;-
-সুষমা’, শব্দমালা বিন্যাসে, কাব্যের পংক্তিমালায় গেঁথেছি ।
স্বদেশ-প্রেমে, ভালোবাসা সুখে, জীবনকে ধন্য করেছি ।
প্রকৃতি বন্দনায়, জীবনের রঙ বদলিয়েছি,
ধ্রুবতারা আলোকে, স্রষ্টার কতো যে মহিমা, নক্ষত্রপূঞ্জে
সৌরজগৎ দেখেছি । শুধু এ জীবনকে আবিষ্কার করেছি ।

লেখক কবিতাটি তার প্রিয় শিক্ষক (মরহুম) কবি সৈয়দ আলী আহ্সানকে নিবেদিন করেছেন ।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!