পৌষ এসেছে শীত এসেছে কাঁপছে শরীর মন
কাঁপছে বুড়ো কাঁপছে বুড়ি কাঁপছে লতা বন
মাঠের পরে মাঠে মাঠে সোনার ধানে ভরি
চাষীর সাথে চাষী-বউরা করছে ধরা ধরি
ধানের পালা ভরছে ওরা গরুর গাড়ির পর
হাসি খুশি ভরা মুখ নেইকো থর থর।
ঢেক কুড় কুড় ঢেক কুড় কুড় ঢেঁকি পাড়ের শব্দ
নতুন চালের মৌ গন্ধে পাড়াগুলো স্তব্ধ
ঢেঁকির তালে গানের সুরে কোমর দুলিয়ে
নাচে বউ নাচে ঝি আঁচল ঝুলিয়ে।
রসের পিঠা রসের পায়েস রসের নানা অন্ন
নেইকো দিন নেইকো রাত করছে সবার জন্য।।
নদীর ধারে বটের তলায় বসছে পৌষের মেলা
শিশুরা সব মেতে উঠে নিয়ে নানান খেলা।
বেলুন হাতে বাঁশি মুখে ভাজছে নানান সুর
নির্মল সেই বাঁশির আওয়াজ যাচ্ছে বহু দূর।।
শীত মানে না, যাত্রাপালা বসছে নাড়ার পরে
সতী ময়নার করুণ গাঁথা যায় ভেসে যায় দূরে।
সরল সহজ বউগুলো, আর বিবাগ যুবতী
পালা শুনে কেঁদে ভাসায়, হয় যেন এক নদী।।
নেই ভেদাভেদ ছোট বড়ো কিংবা ধর্ম জাতি
সবাই আজি এক বনেছে সবাই সবার জ্ঞাতি।