বাগেরহোট জেলা শ্রমিকদলের সহ সভাপতি ও পৌর কাউন্সিলর শহীদ শেখ আসাদুজ্জামান আসাদের হত্যা মামলা পূন:তদন্তের দাবিতে সোমবার (২৮ অক্টোবর) বিকালে বাগেরহাট শহরে বিক্ষোভ মিছিল শেষে প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিগত ২০০৬ সালের ২৮ অক্টোবর সন্ধ্যায় লগি-বৈঠা আন্দোলন চলাকালে বাগেরহাট শহরের রেলরোডে বিএনপির মিছিল থেকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা জেলা শ্রমিকদলের সহ সভাপতি ও পৌর কাউন্সিলর শেখ আসাদুজ্জামান আসাদকে ধরে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। ওই হত্যাকান্ডে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকমীদের নামে মামলা হয়। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার রাষ্ট্র ক্ষমতায় এস ওই মামলাটি স্বরাষ্ট মন্ত্রনালয়ের মাধ্যমে প্রত্যাহার করে নেয়।
বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা বিএনপি’র সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক খাদেম নিয়ামুন নাসির আলাপ, বিএনপি নেতা শেখ শাহেদ আলী রবি, সৈয়দ নাসির আহমেদ মালেক, শেখ মাহবুর রহমান টুটুল, হাদিউজ্জামান হিরো, জেলা শ্রমিকদলের সাবেক সভাপতি সরদার লিয়াকত আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্ত, কৃষক দল নেতা আসাফুদ্দৌদৌলা জুয়েল, মাহামুদুর রহমান মান্না, জসিম সরদার, ওমর আলী মুন্না, জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক আলী সাদ্দম দীপ প্রমুখ।
খুলনা গেজেট/এএজে