খুলনা, বাংলাদেশ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  নির্বাচন ইস্যুতে আজ থেকে সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপির বৈঠক শুরু

পোল্যান্ডকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

ক্রীড়া প্রতিবেদক

কাতার বিশ্বকাপের নকআউট পর্বে পোল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। জিরুদ ও এমবাপ্পের জোড়া গোলে পোল্যান্ডের বিপক্ষে সহজ জয় তুলে নেয় তারা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলা ফ্রান্সকে কঠিন পরীক্ষায় ফেলতে ব্যর্থ হয় পোল্যান্ডের ফুটবলাররা।

ম্যাচের প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে ফ্রান্সের ফরোয়ার্ড জিরুদের গোলে ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় দেশমের শিষ্যরা। বিরতি থেকে ফিরে ম্যাচের ৭৪ মিনিটে এমবাপ্পে গোল করলে ২-০ গোলের লিড পায় ফ্রান্স। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে এমবাপ্পে আবারও গোল করলে ৩-০ গোলে এগিয়ে যায় তারা। ম্যাচের শেষদিকে পোল্যান্ড এক গোল পরিশোধ করলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দেশমের শিষ্যরা।

এর আগে, ম্যাচের ২৯ মিনিটেই গোলের দারুণ সুযোগ পেয়েছিল ফ্রান্স। ফাঁকা পোস্ট পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ হন ফ্রান্সের ফরোয়ার্ড জিরুদ। ১৭ মিনিটেও গোলের সুযোগ পেয়েছিলেন ফ্রান্সের ওসমানে দেম্বেলে। ডি বক্সের বাইরে থেকে তার নেওয়া শট ধরে ফেলেন পোল্যান্ডের গোলরক্ষক সেজেসনি।

প্রথমার্ধে গোলের সুযোগ পেয়েছিল পোল্যান্ডও। ম্যাচের ২১ মিনিটে পাল্টা আক্রমণে গোলের সুযোগ পেয়েছিলেন পোল্যান্ডের রবার্ত লেভানডোফস্কি। তবে তার নেওয়া শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!