গণহত্যা দিবস উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিনটি উপলক্ষে শনিবার (২৫ মার্চ) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়ামে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপাতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, পুলিশ সুপার কেএম আরিফুল হক, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, সাধারণ সম্পাদক আব্দুল বাকি তালুকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সীতা রানী দেবনাথ, বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু, বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন প্রমুখ।
বক্তারা বলেন, সারা পৃথিবীর ইতিহাসে ২৫ মার্চের গণহত্যা একটি ন্যাক্কার জনক হত্যা। এই হত্যার মাধ্যমে বাঙ্গালী জাতিকে চিরদিনের জন্য শেষ করে দেওয়ার ইচ্ছে ছিল পাকিস্থানি হানাদার বাহিনীর। কিন্তু অদম্য দেশপ্রেমিক বাঙ্গালী মুক্তিযোদ্ধাদের কাছে হেরে গেছে তাদের হীংসাত্বক চাওয়া। ৯ মাসের যুদ্ধের মাধ্যমে আমরা দেশ ফিরে পেয়েছি। গনহত্যায় নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন বক্তারা।
খুলনা গেজেট/ এসজেড