খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  চার ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু
  স্প্যানিশ সুপার কাপ : রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সা
হত্যাকারী গ্রেপ্তার ও আদালতে জবানবন্দী

পূর্ব শত্রুতা ও আর্থিক লেনদেনে নৃশংসভাবে খুন হন পুলিশ সদস্য শুভেন্দ্র দাসের মা

 নিজস্ব প্রতিবেদক

পূর্ব শত্রুতা ও আর্থিক লেনদেনের ঘটনাকে কেন্দ্র করে নৃশংসভাবে হত্যার শিকার হন খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা থানায় কর্মরত শুভেন্দ্র দাস (কং/৪৮১৭ ) এর মা অনিমা দাস(৬১) । এ ঘটনার ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্ত মোঃ মোস্তফা শেখ(৪৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মোস্তফা বাগেরহাটের মোড়েলগঞ্জের সাংনকিডাঙ্গা গ্রামের মকবুল হোসেনের ছেলে। এ ঘটনায় শুক্রবার (০৮ সেপ্টেম্বর) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান আল-মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত অনিমা দাস বাগেরহাট জেলার ফকিরহাটের বেতাগা গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সুধাংশু দাসের স্ত্রী।

পুলিশ জানায়,  অনিমা দাস(৬১) কে গত মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর)  রাত্র ১১টা ১৯ মিনিট থেকে বুধবার (০৬ সেপ্টেম্বর) পৌনে ১০টার মধ্যে হত্যার শিকার হন। তিনি খুলনার সদর থানার পশ্চিম টুটপাড়া ফরিদ মোল্যার মোড়(খান মঞ্জিল), কামরুল ইসলাম খান এর বাড়ীর ২য় তলায় একমাত্র কন্যা লাভলী দাশের ছেলেকে নিয়ে থাকতেন। বাসায় কেউ থাকার সুযোগে মোস্তফা শেখ পূর্ব শত্রুতার জের ধরে তাকে এলোপাতাড়িভাবে মারপিট করে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের মেয়ে লাভলী দাস(৩৯) বাদী হয়ে এজাহার দায়ের করলে খুলনা থানার মামলা (নং ০৭ তারিখ ০৭/০৯/২০২৩খ্রি. ধারা ৩০২/৩৪ পেনাল কোড)  দায়ের করেন।

সদর পুলিশ পরিদর্শক(তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা নিমাই চন্দ্র কুন্ডু মোস্তফা শেখকে গ্রেপ্তার করেন। পরে জিজ্ঞাসাবাদে মোস্তফা শেখ হত্যার বিবরণ প্রদান করে। হত্যাকান্ডে ব্যাবহৃত রক্তমাখা ইট আসামীর দেখানো ও সনাক্ত মতে জব্দ করা হয়। পরে আসামী আদালতে ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে স্বীকার করে ফৌঃ কাঃ বিঃ আইনের ১৬৪ ধারা মোতাবেক স্বেচ্ছায় জবানবন্দি প্রদান করেন।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!