খুলনা সদর থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব সাহা লব হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমণ করেছেন। গত মঙ্গলবার (১৮ জুলাই) তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৯ জুলাই) দুপুরে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এক মেয়ে ভাই-বোন, আত্মীয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রূপসা মহাশশ্মানে বিকাল ৬টায় পরলোকগত লবের সৎকার অনুষ্ঠিত হয়।
তার মৃত্যুর সংবাদ পেয়ে খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা শোকাহতদের পাশে যান। সেখানে তিনি কিছু সময় সেখানে অবস্থান করেন এবং শোকাহতদের ধৈর্য্যধারনের জন্য সান্তনা দেন। এসময়ে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, মহানগর শ্রমিক লীগ সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ, মহানগর যুবলীগ সভাপতি মো. সফিকুর রহমান পলাশ, ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফয়েজুল ইসলাম টিটো, আওয়ামী লীগ নেতা আনিছুর রহমান অনি, মোস্তাফিজুর রহমান মন্টু, আহাদ আলী মোল্লা, রতন মিত্র, শাহরিয়ার, আব্দুল জব্বার, আনোয়ার হোসেন সোনা, রাজিব সাহা, যুবলীগ নেতা আব্দুল কাদের শেখ, এ্যাড. আল আমিন উকিল, পুজা পরিষদের সভাপতি শ্যামল হালদার, সাধারণ সম্পাদক প্রশান্ত কুন্ডু, বিমান সাহা, উজ্জল দাস, রফিকুল ইসলাম বাবুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে বিপ্লব সাহা লবের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও বিদেহী আত্মার শান্তি কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও নব নির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, ২৩নং ওয়ার্ড সভাপতি চৌধুরী মিনহাজ উজজ্জামান সজল, সাধারণ সম্পাদক ফয়েজুল ইসলাম টিটো।
অনুরূপ বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদ ও আট থানা পূজা কমিটির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, কেন্দ্রিয় উপদেষ্টা বিজয় ঘোষ, সভাপতি শ্যামল হালদার, সহ-সভাপতি অধ্যাপক তারক চাঁদ ঢালী, অলোকা নন্দা দাস, সাধারণ সম্পাদক প্রশান্ত কুন্ডু, তিলক গোস্বামী, বিশ^জিৎ দে মিঠু, রতন কুমার নাথ, উজ্জল ব্যানার্জী, বাবলু বিশ^াস, প্রদীপ সাহা, সাংবাদিক বিমল সাহা, সুশান্ত ব্যানার্জী, তরুন রায় শিবু, মহাদেব সাহা, দিপক দত্ত, বাবলু দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা কিংশুক রায়, সত্য প্রিয়, সোম বলাই, সুজিত মজুমদার, অনিল কৃষ্ণ মিস্ত্রী, ভবেশ সাহা, রূপন দে, শরৎ কুমার মুন্ধড়া, মিন্টু সাহা, তাপস সাহা, তপন সাহা, অভিজিৎ চক্রবর্তি দেবু, সাংবাদিক অভিজিৎ পাল, অলোক দে, রবীন দাস, বাবলু শীল, বিকাশ কুমার সাহা, বিপ্লব মিত্র, রাম চন্দ্র পোদ্দার, রজত কান্তি দাস, দীপক দত্ত, প্রকাশ অধিকারী, ডাঃ শেখর চন্দ্র পাল, পার্থ রায় মিঠু, রঞ্জন রায়, দুুলাল সরকার, সুভাষ দত্ত, আশীষ কবিরাজ, দেবদাস মন্ডল, মানিক শীল, উজ্জল রায়, দিপঙ্কর সাধু, শ্যাম ভক্ত, শ্যাম চন্দ্র পোদ্দার, রাজ শীল, পাপ্পু সরকার, শোভন দাস সুমন, বিপ্লব দে, নীল কান্ত দত্ত, শশাঙ্ক রায়, সুশীল দাস, স্বপন চক্রবর্তি প্রমুখ।
খুলনা গেজেট/কেডি