খুলনা, বাংলাদেশ | ৫ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৩৪
  যাত্রাবাড়িতে ব্যাটারিচালিত অটো রিকশাচালকদের সড়ক অবরোধ, সংঘর্ষে দুই পুলিশ আহত
  জুলাই গণহত্যা : ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এক মাসে তদন্ত শেষ করার নির্দেশ

পু‌লি‌শের ৪১ ডিআইজিকে বদলি ও পদায়ন

গেজেট ডেস্ক

বাংলাদেশ পুলিশে ডিআইজি পদে সদ্য পদোন্নতিপ্রাপ্তসহ ৪১ জন ডিআইজির পদায়ন ও বদলি সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাসের স্বাক্ষর করা চারটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশের বিশেষ শাখার ডিআইজি হুমায়ুন কবিরকে পুলিশ স্টাফ কলেজে, ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মোর্শেদুল আনোয়ারকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে, ডিএমপির অতিরিক্ত কমিশনার এ এফ এম মাসুম রাব্বানীকে পুলিশ স্টাফ কলেজে, গাজীপুরের পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবীরকে পুলিশ হেডকোয়ার্টার্সে, চট্টগ্রাম মেট্রোপলিটন কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক ও পুলিশ স্টাফ কলেজের ভাইস রেক্টর আব্দুল কুদ্দুছ আমিনকে এসবিতে বদলি করা হয়েছে।

অপর এক প্রজ্ঞাপনে রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্যকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আব্দুল আলীম মাহমুদকে রংপুর রেঞ্জের ডিআইজি, ডিএমপির অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায়কে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার, নৌ-পুলিশের অতিরিক্ত ডিআইজি (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোল্যা নজরুল ইসলামকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সাইফুল ইসলামকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

পৃথক আরেকটি প্রজ্ঞাপনে ডিএমপিতে চলতি দায়িত্বে থাকা দুই অতিরিক্ত পুলিশ কমিশনার মনিবুর রহমান ও মো. আসাদুজ্জামানকে ডিএমপিতেই অতিরিক্ত কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। এ ছাড়া ডিএমপির যুগ্ম কমিশনারের দায়িত্বে থাকা ও সদ্য ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত সৈয়দ নূরুল ইসলাম ও মোহাম্মদ হারুন অর রশিদকে ডিএমপিতেই অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া ডিআইজি হিসেবে সদ্য পদোন্নতি পাওয়া র‌্যাবের পরিচালক খন্দকার মোজাম্মেল হককে হাইওয়ে পুলিশের ডিআইজি, র‌্যাবের পরিচালক মাহফুজুর রহমানকে হাইওয়ে পুলিশে, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি রেজাউল হককে পুলিশ স্টাফ কলেজে, ডিএমপির যুগ্ম কমিশনার মনির হোসেনকে এসবিতে, অ্যান্টি টেরোরিজমের অতিরিক্ত ডিআইজি মো. মনিরুজ্জামানকে অ্যান্টি টেরোরিজম ইউনিটে, হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মিজানুর রহমানকে অ্যান্টি টেরোরিজম ইউনিটে, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষকে এপিবিএন এবং বিশেষায়িত ট্রেনিং সেন্টারে, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্রকে রেলওয়ে পুলিশে, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি কাজী জিয়া উদ্দিনকে পুলিশ হেডকোয়ার্টার্সে, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের অতিরিক্ত ডিআইজি গোলাম রউফ খানকে সারদা পুলিশ একাডেমিতে, ডিএমপির যুগ্ম কমিশনার মাহবুব আলমকে আর্মড পুলিশ ব্যাটালিয়ানে ও র‌্যাবের পরিচালক শেখ মোহাম্মদ রেজাউল হায়দারকে শিল্পাঞ্চল পুলিশে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ডিএমপির যুগ্ম কমিশনার শামীমা বেগমকে এসবিতে, অ্যান্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি সালমা বেগমকে হাইওয়ে পুলিশে, ডিএমপির যুগ্ম কমিশনার মিরাজ উদ্দিন আহম্মেদকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে, বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এ কে এম রহমত উল্লাহকে সারদার পুলিশ একাডেমিতে, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শাহ মিজান শাফিউর রহমানকে অ্যান্টি টেরোরিজম ইউনিটে, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি এস এম মোস্তাক আহমেদ খানকে পুলিশ হেডকোয়ার্টার্সে, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জিহাদুল কবিরকে শিল্পাঞ্চল পুলিশে, ডিএমপির যুগ্ম কমিশনার মইনুল হককে শিল্পাঞ্চল পুলিশে, ডিএমপির যুগ্ম কমিশনার ইলিয়াছ শরীফকে ট্যুরিস্ট পুলিশে, ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শাহ আবিদ হোসেকে আর্মড পুলিশ ব্যাটালিয়ানে, র‌্যাবের পরিচালক জামিল হাসানকে আর্মড পুলিশ ব্যাটালিয়ানে, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মাহবুবুর রহমানকে হাইওয়ে পুলিশে ও ডিএমপির যুগ্ম কমিশনার আনিসুর রহমানকে সিআইডিতে পদায়ন করা হয়েছে।

খুলনা গেজেট / আ হ আ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!