খুলনা, বাংলাদেশ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসে

‘পুষ্পা’র হুক স্টেপ করলেন সাকিব (ভিডিও)

ক্রীড়া প্রতি‌বেদক

গত বছরের ১৭ ডিসেম্বর মুক্তি পায় ভারতের দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত সিনেমা পুষ্পা: দ্য রাইজ। সিনেমাটির সঙ্গে সঙ্গে এর গানগুলোও পেয়েছে তুমুল জনপ্রিয়তা।

সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হয়েছে ‘শ্রীভাল্লি’, ‘সামি সামি’, উঁ বলেগা’ শিরোনামের গানগুলো।

এর মধ্যে ব্যাপকভাবে সাড়া ফেলেছে ‘শ্রীভাল্লি’ গানের সঙ্গে আল্লু অর্জুনের নাচের একটি দৃশ্য।

নেটিজেনদের পাশাপাশি এবার খেলার মাঠে সেই হুক স্টেপ করতে দেখা গেল বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম ফরচুন বরিশাল ম্যাচে সাউথ আফ্রিকার সাবেক অধিনায়ক ফেফ ডু প্লেসিকে আউট করার উদযাপনে এই হুক স্টেপ করতে দেখা যায় তাকে।

মজার ব্যাপার হলো সাকিবই প্রথম নয়, তার সতীর্থ ডোয়াইন ব্রাভো এবং নাজমুল ইসলামও পুষ্পার এই স্টেপে পারফর্ম করেছেন।

শুধু খেলার মাঠেই নয়, সাধারণ নেটিজেনদের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেও পুষ্পার হুক স্টেপে মেতেছে বিশ্বসেরা ক্রিকেটারেরা।

এর আগে ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে দেখা দেয়, আল্লু অর্জুনের মতো করে ‘শ্রীভাল্লি’ গানে তাল মিলিয়েছেন ডেভিড ওয়ার্নার, সুরেশ রায়নার মতো তারকা ক্রিকেটারেরা।

তামিল, তেলেগু, মালয়ালাম, কন্নড়, হিন্দিসহ পাঁচটি ভাষায় মুক্তি পাওয়া এই পুষ্পা সিনেমাটি ঝড় তুলেছে বক্স অফিসে। মুক্তির এক মাসের মধ্যে সাড়ে ৩০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে সিনেমাটি।

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!