খুলনা, বাংলাদেশ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ নভেম্বর, ২০২৪

Breaking News

  অ্যান্টিগা টেস্ট: প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজ তুলল ২৫০, বাংলাদেশ পেল ৫ উইকেট

পুলিশি বাধায় বিএনপি, কালুরঘাট বেতারকেন্দ্রের সামনে আ’লীগের সমাবেশ

গে‌জেট ডেস্ক

চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্রে যেতে পুলিশি বাধার মুখে পড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা। আজ রোববার দুপুর ১টার দিকে নগরের ২ নম্বর গেটের বিপ্লব স্তম্ভে ফুল দিয়ে বিএনপির নেতারা কালুরঘাট বেতার কেন্দ্রের দিকে যাত্রা করলে বাধা দেয় পুলিশ।

চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্রে শ্রদ্ধা নিবেদন নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচির কারণে কাউকে সেখানে কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হয়নি। এমন অবস্থায় বিএনপি নগরীর পলোগ্রাউন্ডে সমাবেশ করবে বলে জানা গেছে।

জানা গেছে, নগরীর ২ নম্বর গেটে পুলিশের বাধার মুখে পড়লে গাড়ি থেকে নেমে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তাঁর সঙ্গে পুলিশ কর্মকর্তাদের বাগ্‌বিতণ্ডা হয়। তবে, পথ ছাড়েনি পুলিশ।

চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন বলেন, ‘কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তাই, সেখানে শ্রদ্ধা জানানোর জন্য যেতে চেয়েছিলেন বিএনপির মহাসচিবসহ কেন্দ্রীয় নেতারা। কিন্তু, পুলিশের বাধার কারণে তা সম্ভব হয়নি।’

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, ‘বিএনপির নির্ধারিত কর্মসূচি ছিল বিপ্লব উদ্যানে ফুল দেওয়া। তারা সেটি দিয়েছে। এরপর তাদের আরেকটি নির্ধারিত কর্মসূচি হচ্ছে পলোগ্রাউন্ডে সমাবেশ। কিন্তু, তারা বিপ্লব উদ্যানে ফুল দিয়ে কালুরঘাট বেতার কেন্দ্রে যেতে চেয়েছিল। কিন্তু, সেটির জন্য অনুমতি নেই।’

ওসি জাহিদুল বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে কালুরঘাটে না যেতে দিয়ে তাদের (বিএনপি) নির্ধারিত কর্মসূচিতে যেতে বলা হয়েছে।’

এ‌র আ‌গে চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্রের সামনে সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। রোববার (২৭ মার্চ) সকাল ১০টার দিকে ইতিহাস বিকৃতিকারী ও স্বাধীনতা বিরোধীদের অপচেষ্টার প্রতিবাদে এ সমাবেশ ও গণজামায়েত করে আওয়ামী লীগ।

এ সময় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতারা বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি আগেও ইতিহাস বিকৃত করেছে, এখনও ইতিহাস বিকৃতির চেষ্টা করছে। বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক আর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে ঘোষণাপত্র পাঠ করেন।

এ সময় নেতারা বলেন, ইতিহাস বিকৃতিকারীদের কোন ছাড় দেওয়া হবে না। নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে হবে।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনসহ আওয়ামী লীগ নেতারা বক্তব্য রাখেন।

এছাড়া চট্টগ্রামের বহদ্দারহাট মোড় এলাকায় মিছিল ও সমাবেশ করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী।

এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল না তখনও রাজপথে ছিল। এখনও রাজপথে আছে আওয়ামী লীগ। রাজপথ সব সময় আওয়ামী লীগের দখলে ছিল। ইতিহাস বিকৃতিকারীরা যেন ইতিহাস বিকৃত করতে না পারে সে ব্যাপারে সবাইকে সর্তক থাকতে হবে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!