পুলিশ নিজেরাই ব্যাগে করে বোমা নিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (৭ ডিসেম্বর) সংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এমন মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়েছে পুলিশ। তারা লাঠিচার্জ, টিয়ার গ্যাস, গুলি নিক্ষেপ করেছে। এরই মধ্যে দুইজন নিহত হয়েছে বলে দাবি করেন মির্জা ফখরুল।
তিনি বলেন, ইতোমধ্যে আমাদের কার্যালয় থেকে ৬০০ অধিক নেতা কর্মীকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। তারা সিসি ক্যামারে ভেঙে দিয়েছে। লাইট ভেঙে দিয়েছে। প্রথম থেকেই সরকার ঢাকার গণ-সমাবেশ বানচালের চেষ্টা চালাচ্ছে।
এর আগে বিকেলে তিনি নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে ঢুকতে চান। কিন্তু তাকে বাধা দেয়া হয় বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। এসময় তার চারপাশে পুলিশ সদস্যদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
বুধবার (৭ ডিসেম্বর) সকাল থেকে ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা মহানগরী গণসমাবেশকে কেন্দ্র করে জড়ো হতে থাকেন রাজধানীর বিভিন্ন অঞ্চলের নেতাকর্মীরা।
অপরদিকে সকালে থেকেই বিএনপি কেন্দ্রীয় কার্যালয় ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ওই এলাকায় আরও বেশি পুলিশ মোতায়েন করা হয়।
বেলা ৩টা ১০ মিনিটে বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস, টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে থাকে। এতে মুহূর্তেই বিএনপি নেতাকর্মীরা চারদিকে ছোটাছুটি করতে থাকেন।
খুলনা গেজেট/ এসজেড