খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জুলাই-আগস্টে গণহত্যা : প্রসিকিউশনের হাতে শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড
  চার ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু
  স্প্যানিশ সুপার কাপ : রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সা

পুতিনের ‘ব্ল্যাক বেল্ট’ কেড়ে নেওয়ার ঘোষণা

গেজেট ডেস্ক

ইউক্রেনে হামলার কারণে সারা বিশ্বে নিন্দারঝড়ে ভাসছে রাশিয়া। ক্রীড়া বিশ্বেও বইছে এই নিন্দার হাওয়া। রাশিয়াকে এরই মধ্যে সব ধরনের ফুটবল থেকে নিষিদ্ধ করেছে ফিফা ও ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। এবার ইউক্রেনে আক্রমণের কারণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছ থেকে সম্মানসূচক তায়কোয়ান্দোর ‘ব্লাক বেল্ট’ কেড়ে নেওয়া হয়েছে। ২০১৩ সালে রুশ প্রেসিডেন্ট পুতিনকে এই সম্মান দেওয়া হয়েছিল।

রয়টার্সের এক প্রতিবেদন অনুসারে, তায়কোয়ান্দো খেলার নিয়ন্ত্রণকারী আন্তর্জাতিক ফেডারেশন পুতিনের ব্ল্যাক বেল্ট কেড়ে নেওয়ার ঘোষণা দিয়েছে।

এক বিবৃতিতে ফেডারেশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়েছে। বিশ্ব তায়কোয়ান্দো তাদের নীতিবাক্য উদ্ধৃত করে বলেছে, ‘শান্তি জয়ের চেয়েও বেশি মূল্যবান।’

ইউক্রেনে রাশিয়ান সামরিক পদক্ষেপের নিন্দা করে বিবৃতিতে গভর্নিং বডি বলেছে, ‘নিরীহ জীবনের উপর নৃশংস হামলা খেলার সম্মান ও সহনশীলতার মূল্যবোধকে লঙ্ঘন করেছে। বিশ্ব তায়কোয়ান্দো ২০১৩ সালের নভেম্বরে জনাব ভ্লাদিমির পুতিনকে দেওয়া সম্মানসূচক নবম ড্যান ব্ল্যাক বেল্ট প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে।’

এ দিকে বিশ্ব ও ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা যৌথ বিবৃতিতে রাশিয়ার ফুটবলকে নিষিদ্ধ করার কথা জানিয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত নিষেধাজ্ঞার সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছে ফিফা।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) রাশিয়ান ও বেলারুশের অ্যাথলেটদের নিষিদ্ধ করার পর ফিফাও এই সিদ্ধান্ত নিল।

এই নিষেধাজ্ঞার কারণে চলতি মাসে কাতার বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফে খেলতে পারবে না রাশিয়ার পুরুষ দল। আগামী ২৪ মার্চ মস্কোতে রাশিয়ার বিপক্ষে বাছাইপর্বের ম্যাচ খেলার কথা ছিল পোল্যান্ডের। সেটি আর খেলা হবে না তাদের।

এ ছাড়া ২০২২ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলতে পারবে না তাদের নারী দল। ইউরোপা লিগে খেলতে পারবে না রাশিয়ার ক্লাব স্পার্তাক মস্কো। ইউরোপা লিগের শেষ ষোলোর ড্রয়ে লাইপজিগকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল মস্কো। কিন্তু তারা আর মাঠে নামার সুযোগ পাবে না। ফলে লড়াই না করেই জার্মানের ক্লাব লাইপজিগ উঠে যাবে কোয়ার্টার ফাইনালে।

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!