খুলনা, বাংলাদেশ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮৬
ঘূর্ণিঝড় আম্পানে দুই মাসেও বেড়িবাঁধ নির্মাণে ব্যর্থতার প্রতিবাদ

পিসিআর ল্যাবসহ ৫শ’ শয্যার সামেক হাসপাতাল চালুর দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি

প্রলয়ংকারী ঘূর্ণিঝড় আম্পান তান্ডবের দুই মাস পূর্তির পরও ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধ বাঁধতে না পারার ব্যর্থতার প্রতিবাদে এবং কোভিড-১৯ পরীক্ষার পিসিআর ল্যাবসহ ৫০০ শয্যার সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু করার দাবিতে মানববন্ধন করেছে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি।

সামাজিক দূরত্ব বজায় রেখে সোমবার (২০ জুলাই) সাতক্ষীরা কালেক্টরেট চত্তরে বেলা সাড়ে টা হতে সাড়ে ১২ টা পর্যন্ত দুই ঘন্টাব্যাপি দুই পর্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নাগরিক কমিটির আহবায়ক মোঃ আনিসুর রহিম ও যুগ্ম-আহবায়ক এড. শেখ আজাদ হোসেন বেলালের সভাপতিত্বে বক্তৃতা করেন অধ্যক্ষ আবু আহমেদ, অধ্যক্ষ আব্দুল হামিদ, এড. আবুল কালাম আজাদ, সুধাংশু শেখর সরকার, আনোয়ার জাহিদ তপন, প্রভাষক ইদ্রিস আলী, মাধব চন্দ্র দত্ত, এড. আল মাহামুদ পলাশ, মোহন কুমার মন্ডল, নিত্যানন্দ সরকার, জ্যোৎন্সা দত্ত, মিজানুর রহমান, শেখ সিদ্দিকুর রহমান, প্রভাষক তপন কুমার শীল, এড. মনির উদ্দিন, এড. প্রবীর কুমার মুখার্জী, আলী নুর খান বাবলু প্রমুখ।

মানববন্ধনের বক্তারা বলেন, হাজার হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু না করে একটি বিশেষ মহল চিকিৎসাসেবা গ্রহণের ক্ষেত্রে সাধারণ রোগিদের বেসরকারী ক্লিনিক ও হাসপাতাল নির্ভর করে তুলছে। ফলে সরকারি হাসপতাল থেকে কাঙ্খিত সেবা পাচ্ছেনা রোগিরা। সরকারি হাসপাতাল থেকে আর কোন রোগীকে যাতে বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে পাঠানো না হয় সেব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে স্বার্থন্বেষী মহলের ষড়যন্ত্র প্রতিহত করার আহবান জানান বক্তারা।

মানববন্ধনের বক্তারা প্রাকৃতিক দুর্যোগ, নদী ভাঙ্গন ও জলাবদ্ধতা কবলিত উপকূলীয় এলাকাকে দুর্যোগ প্রবন এলাকা ঘোষণা, উপকূলীয় এলাকার উন্নয়নে পৃথক অথরিটি গঠন, অভিবাসন বন্ধ করতে বিশেষ বরাদ্দসহ অর্থনৈতিক কর্মকান্ড পরিচালনা, ভাঙ্গন কবলিত ও জলাবদ্ধ এলাকার মানুষের জন্য স্থায়ী রেশনের ব্যবস্থা এবং ডেল্টা ও ব্লু প্লানের আওতায় টেকসই বেড়িবাঁধসহ টেকসই উন্নয়ন নিশ্চিত করার দাবী জানান। এছাড়া জরুরি ভিত্তিতে সাতক্ষীরা পৌরসভাসহ পার্শ্ববর্তী এলাকায় জলাবদ্ধতা নিরসনে পৌর কর্তৃপক্ষসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।

মানববন্ধন থেকে টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও জলাবদ্ধতা নিরসনসহ সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির ২১ দফা বাস্তবায়নের দাবীতে পক্ষকালব্যাপি গণস্বাক্ষর সংগ্রহ অভিযান ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশের কর্মসূচি ঘোষণা করা হয়।

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!