খুলনা, বাংলাদেশ | ৫ মাঘ, ১৪৩১ | ১৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি ৯ ফেব্রুয়ারি

পিটার হাসকে হুমকি দেওয়া সেই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

গেজেট ডেস্ক

বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে পেটানোর হুমকি দেওয়া চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হকের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন (সিএমএম) ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালতে আজ সোমবার (১৩ নভেম্বর) ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান এম এ হাশেম রাজু বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৫০০/৫০৬/ ৩০৭/৩৫ ধারায় অভিযোগ আনা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের আবেদন করা হয়েছে।

গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করে মামলার বাদী এম এ হাশেম রাজু বলেন, ‘অদালতের বিচারকের কাছে মামলার জবানবন্দি দিয়েছি। বিচারক এ সংক্রান্ত আদেশ পরে দেবেন বলে জানিয়েছেন।’

নথি থেকে জানা গেছে, গত ৬ নভেম্বর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে বক্তব্য দিতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, রাষ্ট্রদূত পিটার হাস ও নোবেল বিজয়ী ড. ইউনূসকে প্রকাশ্যে হুমকি দেন মুজিবুল। ওই সময়ে পিটার হাসকে হত্যা এবং তাকে জবাই করে খেয়ে ফেলার হুমকি দেন। যা গত ৮ নভেম্বর দেশের বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়।

বক্তব্যটি নিজের ফেসবুক লাইভেও প্রচার করেন মুজিবুল। এতে শুরু হয় আলোচনা-সমালোচনা। বিষয়টি গিয়ে ঠেকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে। আওয়ামী লীগনেতার ওই বক্তব্যকে ‘শিষ্টাচার বহির্ভূত’ বলে গত ৯ নভেম্বর উল্লেখ করেন ওবায়দুল কাদের। ওই সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছিলেন, ‘মার্কিন রাষ্ট্রদূতকে নিয়ে শিষ্টাচার বহির্ভূত, অশোভন যে বক্তব্য দিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হচ্ছে, তা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। চট্টগ্রামের বাঁশখালীর চম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের ব্যবস্থা আমরা নেব। এ ধরনের শিষ্টাচার বহির্ভূত আচরণ করা মোটেও উচিত নয়।’

খুলনা গেজেট/ এএজে

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!