চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থ মিশন শেষে আর আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি বাংলাদেশ দলের। আইসিসির মেগা ইভেন্ট থেকে ফেরার পর থেকে ক্রিকেটাররা ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলছেন। এরই মাঝে জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজ দিয়ে চলতি মাসেই আন্তর্জাতিক ব্যস্ততা শুরু হতে যাচ্ছে নাজমুল হোসেন শান্তদের। যে লক্ষ্যে আগামী ১৩ এপ্রিল থেকে সিলেটে টাইগারদের ক্যাম্প শুরু হবে।
এর আগে ১২ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প। তবে তা একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। ডিপিএলে ১২ এপ্রিল ম্যাচ খেলেই ক্রিকেটাররা যোগ দেবেন সিলেটে জাতীয় দলের স্কোয়াডে। যদিও এখনও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে কারা থাকছেন সেটি এখনও জানা যায়নি। বিসিবি এখনও দল ঘোষণা করেনি আসন্ন সিরিজের জন্য।
বাংলাদেশ জাতীয় দলের বড় একটি অংশ–ই রয়েছেন ডিপিএলের দল আবাহনীতে। সেই দলটির প্রধান কোচ হান্নান সরকার ঢাকা পোস্টকে জানিয়েছেন, তার দলে থাকা জাতীয় দলের ক্রিকেটাররা ১২ এপ্রিল আবাহনী-মোহামেডান ম্যাচ খেলেই যোগ দেবেন জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্পে।
এদিকে, দুই টেস্ট খেলতে আগামী ১৫ এপ্রিল বাংলাদেশে পা রাখবে জিম্বাবুয়ে দল। এরপর ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই দল প্রথম টেস্টে মুখোমুখি হবে। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৮ এপ্রিল, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে।
খুলনা গেজেট/এনএম