খুলনা, বাংলাদেশ | ২১ ফাল্গুন, ১৪৩১ | ৬ মার্চ, ২০২৫

Breaking News

  গুলশান থানার মামলায় সাবেক বিচারপতি মানিকের ২ দিনের রিমান্ড মঞ্জুর
  রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ভারত-মিয়ানমার সীমান্ত
  অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন অধ্যাপক সি আর আবরার

‘পাঠান না এনে আমাকে দিয়ে পাঠান তৈরি করুন’

বিনোদন ডেস্ক

দেশের প্রেক্ষাগৃহে হিন্দি সিনেমা না এনে দেশের নায়কদের নিয়ে ‘পাঠান’-এর মতো সিনেমা তৈরি করার জন্য প্রযোজক ও সিনেমা প্রদর্শকদের প্রতি আহ্বান জানিয়েছেন চিত্রনায়ক জায়েদ খান।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুইবারের এ সাবেক সাধারণত সম্পাদক বলেন, এ দেশে পাঠান সিনেমা আনার কী প্রয়োজন? তার থেকে পাঠান না এনে আমাকে বা আমাদের দিয়ে পাঠানোর মতো সিনেমা নির্মাণ করুন। আমাদের দিয়ে বলিউডের মতো সিনেমা তৈরি করুন।

বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১ বিতরণ অনুষ্ঠানে পারফর্মের আগে রিহার্সেলে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে এসব কথা বলেন জায়েদ।

দেশের প্রেক্ষাগৃহে ‘পাঠান’ বা হিন্দি সিনেমা মুক্তি পেলে আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি নেপালের মতো হবে মন্তব্য করে এ চিত্রনায়ক বলেন, এক কোটি টাকা বাজেটের সিনেমা কখনোই একশ’ কোটি টাকার সঙ্গে প্রতিযোগিতা করে টিকে উঠতে পারবে না।

তিনি বলেন, আমি শুরু থেকে দেশীয় সংস্কৃতির বিকাশ লাভে হিন্দি সিনেমার বিপক্ষে। সবসময় চাইব হিন্দি সিনেমা যেন না আসে আমাদের দেশে।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!