রাষ্ট্রায়ত্ব পাটকল চালু, ভুলনীতি-দুর্নীতি-লুটপাট বন্ধ, আধুনিকায়ন, বদলী-অস্থায়ী ও অবসরপ্রাপ্তসহ সকল শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন-বোনাস প্রদান, পাটকল রক্ষার আন্দোলনে নেতৃবৃন্দের নামে যড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে আজ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। রবিবার (২২ নভেম্বর) বিকেল ৪টায় খালিশপুর প্লাটিনাম গেট থেকে এ কর্মসূচি শুরু হবে।
এদিকে, কর্মসূচি সফলে শনিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় খালিশপুর, আটরা ও রাজঘাট শিল্পাঞ্চলে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ, খুলনা’র উদ্যোগে গণসংযোগ, পথসভা ও প্রচারপত্র বিলি করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব এস এ রশীদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) খুলনা জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নাণ্টু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) কেন্দ্রীয় সদস্য মোজাম্মেল হক খান, গণসংহতি আন্দোলন, জাতীয় পরিষদ সদস্য ও খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, ফুলতলা উপজেলা আহ্বায়ক মোঃ অলিয়ার রহমান, খালিশপুর থানা আহ্বায়ক আলমগীর হোসেন লিটু, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট খুলনা জেলা সাধারণ সম্পাদক আব্দুল করিম, যুব ইউনিয়ন নেতা শেখ রবিউল ইসলাম রবি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি সনজিত মন্ডল, শ্রমিকনেতা শামসেদ আলম শমশের, নজরুল ইসলাম মল্লিক, সরদার মোহাম্মদ আলী, মেহেদী হাসান বেল্লাল, কালাম মাস্টার, সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম, গোলাম মোস্তফা, নওশের আলী, শামস শারফিন শ্যামন প্রমুখ।
খুলনা গেজেট/এমএম