খুলনা, বাংলাদেশ | ৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  বিচার বিভাগকে ঘুষ ও দুর্নীতিমুক্ত করার চেষ্টা হচ্ছে : ড. ইউনূস
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৮৯
  পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারত থেকে ফেরত চাইব : প্রধান উপদেষ্টা

পাটকল চালুর দাবিতে খুলনায় ইউনাইটেড কমিউনিস্ট লীগের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রীয় পাটকল চালু কর, আধুনিকায়ন কর, বিনামূল্যে করোনা টেস্ট-চিকিৎসা ও ভ্যাকসিন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল কর, নারী-শিশু ধর্ষণ বন্ধ কর, গ্রেফতারকৃত সাংবাদিকদের মুক্তির দাবিতে আজ শনিবার (০৩ অক্টোবর) বিকেলে খুলনার পিকচার প্যাসেল মোড়ে মানববন্ধন করেছে জেলা ইউনাইটেড কমিউনিস্ট লীগ।

জেলা সম্পাদক কমরেড ডাঃ সমরেশ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন পরিচালনা করেন জেলা সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড আনিসুর রহমান মিঠু। প্রধান অতিথির বক্তৃতা করেন ইউসিএলবি কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সদস্য ও কৃষক ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড অধ্যাপক আব্দুস সাত্তার।

বক্তৃতা করেন ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) কেন্দ্রীয় সংগঠক মোজাম্মেল হক, বাম গণতান্ত্রিক জোট খুলনা সমন্বয়ক ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নাণ্টু এবং গণসংহতি আন্দোলন জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, মোস্তফা খালিদ খসরু, কাজী দেলোয়ার হোসেন ও তুলসি দাস প্রমুখ।

বক্তারা বলেন, রাষ্ট্রীয় ২৫টি পাটকল বন্ধ করে দিয়ে ৫০ হাজার শ্রমিক, ৪০ লাখ পাটচাষীকে পথে বসিয়ে দিয়েছে। এক্ষেত্রে মাত্র বারশ’ কোটি টাকা খরচ করে আধুনিকায়ন করলে পাটকলগুলো ও দেশ লাভবান হতো। দেশে বর্তমানে নারী-শিশু ধর্ষণ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এছাড়া ডিজিটাল নিরাপত্তা আইনে মানুষকে বিশেষ করে সাংবাদিক, বুদ্ধিজীবী ও রাজনৈতিক নেতাদের গ্রেফতার ও হয়রানি করছে।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!