বাংলাদেশে আছে রে ভাই
হরেক রকম পাখি
হাঁস মুরগী কাক কবুতর
আগে লিখে রাখি।
বক শকুন মাছরাঙা
ফিঙে পাখির দল
পানকৌড়ি কাদাখোঁচা
করছে খোলা জল।
টুনটুনি চড়ুই পাখি
থাকে লোকালয়ে
চড়ুই পাখি বাস করে
পরের নিলয়ে ।
বাবুই হলো তাঁতি পাখি
বাসা গাছে ঝোলে
রাতের বেলা জোনাক পোকা
ঘরে তার জ্বলে।।
বুলবুলি কাকাতুয়া
এবং সবুজ টিয়ে
ময়না কোকিল গান ধরেছে
ধনেশ পাখির বিয়ে।
পেঁচা বাদুড় রাতের বেলা
বেড়ায় উড়ে উড়ে
আহার খোঁজে যায় চলে যায়
অনেক অনেক দূরে।।
ঘুঘু ডাকে মগডালে
চিল উড়ে ঐ গগনে
ঈগল বাজ ছোঁ মারে
যা আসে তার নয়নে।
কাঠঠোকরা ঠোকর ঠোকর
করছে গাছের ডাল
গর্ত করে কুটির বানায়
কাটায় নিদান কাল।
গাঙচিল উড়ে ফিরে
নদী নালা সাগরে
নানা পদের মাছ ধরে
নানা রঙে বাহারে।
চাতক পাখি পানি মাঙে
আকাশেতে উড়িয়া
বৃষ্টির জল পান করে
যখন পড়ে ঝরিয়া ।
ডাহুক ডঙ্কুর ঝোপে ঝাড়ে
ভরত ডাকে বিলে
চ্যাগা কোঁড়া খাবার খুঁজে
খালে আর বিলে ।
সাথী হলো তানিয়ার
এক জোড়া মুনিয়া
কোয়েলের ডিম খায়
মসলায় ভুনিয়া ।
দোয়েলের গান শুনে
মন যায় জুড়িয়ে
এনে ছিলো তানিয়া
ঝোড়ো রাতে কুড়িয়ে।
বেনেবউ হলদে মনি
নানা জাতের শালিক
এ সব যিনি সৃজিয়াছেন
তিনিই সবার মালিক ।।