খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  কুমিল্লায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
  গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, ২ স্কুলছাত্র নিহত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জাফরুল্লাহ খান আর নেই

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জাফরুল্লাহ খান জামালি মারা গেছেন। তৎকালীন প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের সামরিক শাসনকালে জাফরুল্লাহ খান প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুর খবর জানানো হয়। সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হওয়ার পর রাওয়ালপিন্ডিতে বুধবার ৭৬ বছর বয়সে তিন মারা যান। খবর বাসসের।

১৯৯৯ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে পারভেজ মোশাররফ ক্ষমতায় আসার পর ২০০২ সালে পার্লামেন্ট নির্বাচনের সুযোগ দেওয়ার ফলে জাফরুল্লাহ খান প্রধানমন্ত্রী নির্বাচিত হন। পার্লামেন্টারি নির্বাচনে সামরিক বাহিনী সমর্থিত দলগুলো হেরে যাওয়ার ফলে ২০০৮ সালে পারভেজ মোশাররফ পদত্যাগ করেন এবং দেশে গণতন্ত্র ফিরে আসে। পারভেজ মোশাররফের সঙ্গে মতবিরোধের কারণে জাফরুল্লাহ খান ২০০৪ সালে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। এ সময় শওকত আজিজকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার জাফরুল্লাহ খানকে তাঁর পৈতৃক শহর রোজন জামালিতে দাফন করা হয়েছে। জাফরুল্লাহ খানের মৃত্যুতে প্রধানমন্ত্রী ইমরান খান শোক প্রকাশ করে টুইটারে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!