পাকিস্তানের খাইবার পাকতুনখাওয়ার কোহিস্তানে বাস ও কারের মধ্যে সংঘর্ষে ২১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ১২ জন। দুর্ঘটনার পর ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে বাস ও কারের মধ্যে সংঘর্ষের ঘটনার পর দুটি গাড়িই খাদে পড়ে গিয়ে হতাহতের এ ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা শের খান বলেছেন, যাত্রীবাহী বাসটি ঘিজার থেকে রাওয়ালপিন্ডিতে যাচ্ছিল, আর কারটি বিপরীত দিক থেকে আসছিল। নিহতদের মধ্যে ১৬ জন বাসের ও ৫ জন কারের যাত্রী।
দুর্ঘটনার সময় বাসটিতে ঠিক কতসংখ্যক যাত্রী ছিলেন সে তথ্য সংগ্রহ করা হচ্ছে, একইসঙ্গে কারটিতে থাকা যাত্রী সংখ্যার তথ্যও জানার চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।
এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি শোকসন্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়া আহতরা যেন যথাযথ চিকিৎসা পায় সেজন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক তথ্যনুযায়ী, ২০১৮ সালে পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় ২৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে।
খুলনা গেজেট/ বিএমএস