আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) আগেই জানিয়েছিল যথা সময়েই অনুষ্ঠিত হবে আফগানিস্তান-পাকিস্তান সিরিজ। তিন ম্যাচের এই সিরিজটি অনুষ্ঠেয় হবে শ্রীলঙ্কায়।
তালেবান দখল নেওয়ার পর দেশটির অবস্থা এখন ভালো নয়; তাই ফ্লাইট জটিলতায় পড়তে পারেন রশিদ খানরা। এ জন্য প্ল্যান-বি ভেবে রেখেছে এসিবি। যদি কাবুল থেকে শ্রীলঙ্কায় সরাসরি না যেতে পারে তাহলে সড়ক পথে পাকিস্তান ও এরপর দুবাই হয়ে শ্রীলঙ্কা পা রাখবে আফগান ক্রিকেট দল। পাকিস্তানের ভিসার প্রক্রিয়াও সম্পন্ন করে রেখেছে এসিবি। ২৯ আগস্ট তারা শ্রীলঙ্কায় পৌঁছবে। আফগানিস্তানের শীর্ষ ক্রিকেটার রশিদ খান, মুজিব-উর-রহমানসহ আরো দুয়েক ক্রিকেটার ইংল্যান্ডে খেলছেন। ইসিবির হানড্রেড টুর্নামেন্টে অংশ নিচ্ছেন তারা। আর যারা বাকি আছেন তারা সড়ক পথে পাকিস্তান ও এরপর দুবাই হয়ে শ্রীলঙ্কায় যাবে। শ্রীলঙ্কায় পৌঁছে তিন দিনের কোয়ারেন্টাইন করতে হবে।
১ থেকে ৫ সেপ্টেম্বরের ভেতরে তিনটি ওয়ানডে খেলবে দুই দল। সবগুলি ম্যাচ হবে হাম্বানটোটায়। আইসিসি সুপার লিগের ম্যাচ হওয়ায় সিরিজটি বেশ গুরুত্ব দিয়ে দেখছে দুই দল।