খুলনা, বাংলাদেশ | ২০ অগ্রহায়ণ, ১৪৩১ | ৫ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  সংবিধানের পঞ্চদশ সংশোধনী : রায় কবে জানা যাবে আজ

পাকিস্তান থেকে আস‌ছে ২৫ হাজার টন চিনি

গেজেট ডেস্ক

পাকিস্তানের কাছ থেকে ২৫ হাজার টন চিনি কিনেছে বাংলাদেশ। উচ্চমানের এই চিনি আগামী মাসে দেশটির করাচি বন্দর থেকে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে। খবর দ্য নিউজ ইন্টারন্যাশনালের।

পাকিস্তানি কর্তৃপক্ষের বলছে, অনেক দশক পর ভ্রাতৃপ্রতীম বাংলাদেশে এত বিপুল পরিমাণ চিনি রপ্তানি করছে পাকিস্তান। এতদিন ভারত থেকে চিনি আমদানি করত বাংলাদেশ।

সোমবার (০২ ডিসেম্বর) আন্তর্জাতিক বাজারে চিনির দাম প্রতি টন ৫৩০ ডলারে পৌঁছেছে। এ বছর প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের অনুমোদনে প্রায় ৬ লাখ টন চিনি বিক্রির চুক্তি করেছে পাকিস্তান। এর মধ্যে ৭০ হাজার টন মধ্য এশিয়ার দেশগুলোতে পাঠানো হবে। থাইল্যান্ড ৫০ হাজার টন চিনি ক্রয় করেছে।

পাকিস্তানের চিনির ডিলারদের একজন কর্মকর্তা মাজিদ মালিক জানান, উপসাগরী দেশ, আরব দেশ ও আফ্রিকার দেশও পাকিস্তান থেকে চিনি কেনার জন্য চুক্তি স্বাক্ষর করেছে।

এই বছর চিনি রপ্তানি থেকে পাকিস্তান ৪০০ থেকে ৫০০ মিলিয়ন ডলার আয় করবে। দেশটির প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাতের একটি চিনি শিল্প। সোমবার (০২ ডিসেম্বর) থেকে পাকিস্তানের ৮০টির বেশি চিনি কল উৎপাদন শুরু করেছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!