খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  প্রণয় ভার্মাকে ডাকার পরদিনই, দিল্লিতে বাংলাদেশের উপ-হাইকমিশনারকে তলব
  জুলাই-আগস্টে গণহত্যা : প্রসিকিউশনের হাতে শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড

পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে পদত্যাগ করলেন ওয়াসিম খান

ক্রীড়া প্রতিবেদক

গত ১৩ সেপ্টেম্বর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন রমিজ রাজা। পাকিস্তানের বিশ্বকাপজয়ী এই তারকা ক্রিকেটার দায়িত্ব নেওয়ার আগেই পদত্যাগ করেন জাতীয় দলের প্রধান ও বোলিং কোচ।

মিসবাহ-উল-হক ও ওয়াকার ইউনুসের পর এবার পদত্যাগ করলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ওয়াসিম খান।

মঙ্গলবার রাতে পিসিবির নতুন চেয়ারম্যান রমিজ রাজার কাছে পদত্যাগপত্র জমা দেন ওয়াসিম খান।

২০১৯ সালের শুরুর দিকে তিন বছরের চুক্তিতে পিসিবিতে যোগ দেন ওয়াসিম খান, ২০২২ সালের ফেব্রুয়ারিতে তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। গত কয়েক মাস ধরেই তার চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে আলোচনা চলছিল।

কিন্তু গত ১৩ সেপ্টেম্বর পাকিস্তানের বিশ্বকাপজয়ী দলের তারকা ক্রিকেটার রমিজ রাজা পিসিবির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর ভবিষ্যৎ অনিশ্চিত মনে করে পদত্যাগ করলেন ওয়াসিম।

বুধবার সংক্ষিপ্ত বিবৃতিতে ওয়াসিম খানের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি। এদিন পিসিবির পরিচালকদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক হয়; যেখানে তারা সর্বসম্মতভাবে সিইও ওয়াসিম খানের পদত্যাগ গ্রহণ করেন।

বৈঠক শেষে রমিজ রাজা বলেন, পিসিবিতে থাকাকালীন দুর্দান্ত সব কাজ করেছেন ওয়াসিম খান। বিশেষ করে মহামারী করোনায় ক্রিকেট চালু রাখতে বেশ কিছু কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আমরা ওয়াসিম খানের ভালো নেতৃত্বের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা তার ভবিষ্যৎ মঙ্গল কামনা করি।

ওয়াসিম খান বলেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের দায়িত্ব পালন করা আমার জন্য একটি সম্মান এবং একটি বিশেষ সুযোগ ছিল। আমি চেষ্টা করেছি পাকিস্তানে ক্রিকেট ফেরাতে। শ্রীলংকার সঙ্গে রাওয়ালপিন্ডি ও করাচিতে টেস্ট ম্যাচ আয়োজন করতে পেরেছি। পাকিস্তান সুপার লিগের ম্যাচগুলো দেশের মাঠে করতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই পাকিস্তান ক্রিকেটের বৈশ্বিক উন্নতি সাধনে সর্বোচ্চ চেষ্টা করেছি।

সূত্র: ক্রিকেট পাকিস্তান ডটকম

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!