খুলনা, বাংলাদেশ | ১৪ পৌষ, ১৪৩১ | ২৯ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল এক লাখ ১ হাজার
  জামালপুরে ব্রহ্মপুত্র নদে ডুবে তিন ভাইয়ের মৃত্যু
  সচিবালয়ে আগুনের তদন্ত চলমান থাকায় মানুষের চলাচল সীমিত করা হয়েছে, আলামত যেন নষ্ট না হয়, ক্রাইম সীন রক্ষায় এমন সিদ্ধান্ত : প্রেস সচিব
  শেরপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৬

পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচ দিয়ে আজ ফিরছে টি-টোয়েন্টি ক্রিকেট

ক্রীড়া প্রতিবেদক

প্রাণঘাতি করোনা ভাইরাসের কারণে স্থবির হয়ে পড়া বিশ্ব ক্রীড়াঙ্গন ধীরে ধীরে আলোর মুখ দেখতে শুরু করেছে। ১১৬ দিন পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেট মাঠে ফিরিয়েছিল ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড(ইসিবি)। ১৩৮ দিন পর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে ওয়ানডে ক্রিকেটও ফিরিয়েছে ইসিবি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ও আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডের পর এবার টি-২০ ক্রিকেটকেও মাঠে ফেরাচ্ছে ইসিবি। আজ শুক্রবার থেকে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু করছে ইংল্যান্ড। ১৬৭ দিন পর ২২ গজে দেখা যাবে টি-২০ ক্রিকেট। ম্যানচেষ্টারে ইংল্যান্ড-পাকিস্তানের মধ্যকার প্রথম টি-২০ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।

করোনার প্রাদুর্ভাব না গেলেও, গেল ৮ জুলাই দীর্ঘ ১১৬ দিন পর টেস্ট ম্যাচ দিয়ে মাঠে ফিরে ক্রিকেট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলে ইংল্যান্ড। ২-১ ব্যবধানে সিরিজ জিতে ইংলিশরা।

ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট শেষে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করে ইসিবি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে স্বাগতিকরা।

আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজের পরের দিনই পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে নামে ইংল্যান্ড। তিন ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতে নেয় ইংলিশরা।

করোনার কারণে স্বাস্থ্য বিধি মানতে জৈব-সুরক্ষা পরিবেশ ও রুদ্ধদ্বার স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় দু’টি টেস্ট ও একটি ওয়ানডে সিরিজ। বিশ্ব ক্রিকেট দেখলো ভিন্ন পরিবেশে টেস্ট-ওয়ানডে ম্যাচ। এবার টি-২০ ম্যাচ দেখার দোরগোড়ায় সকলে।

ইংল্যান্ড-পাকিস্তান সিরিজেও স্বাস্থ্য বিধির সকল প্রোটকল মানতে হবে দু’দলের খেলোয়াড় ও অন্যান্যদের। আগের দু’টি ফরম্যাটে সাথে স্বাস্থ্য বিধির সকল প্রোটকলের সাথে নিজেদের মানিয়ে নিয়েছে খেলোয়াড়রা। তাই টি-২০ ফরম্যাটে কোন সমস্যা হবে না তাদের।

তবে ইংল্যান্ড-পাকিস্তান, দু’দলেরই লক্ষ্য টি-২০ সিরিজ জয়। টেস্ট-ওয়ানডের পর টি-২০ ক্রিকেট মাঠে ফেরায় খুশী ইংলিশ অধিনায়ক ইয়োইন মরগান, ‘আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছি আমরা। এবার পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজ খেলবো। টেস্ট ও ওয়ানডের পর এবার টি-২০ ক্রিকেটও ফিরছে মাঠে। এটি খুবই আনন্দের। আমরা মাঠে নামতে মুখিয়ে আছি। তবে এই সিরিজে আমাদের কঠিন পরীক্ষা দিতে হবে। কারণ এই ফরম্যাটে পাকিস্তান শক্তিশালী দল। তাদের হারানো সহজ হবে না।

কিন্তু নিজেদের সেরাটা খেলতে পারলে, আমার সাফল্যের দেখা পাবো। আমাদের লক্ষ্য সিরিজ জয়।’ টি-২০ ফরম্যাটে গেল বছরটা মোটেও ভালো কাটেনি পাকিস্তানের। ১০ ম্যাচের অংশ নিয়ে মাত্র ১টিতে জয় পায় তারা। তবে এ বছরের শুরুতে দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে পাকিস্তান।

ঐ সিরিজের পর এবার টি-২০ খেলতে নামবে পাকিস্তান। টেস্ট সিরিজে খেলা অধিনায়ক বাবর আজম-শাদাব খান ও শাহিন শাহ আফ্রিদি থাকছেন ছোট ফরম্যাটে। টেস্টে ফর্মের কারণে সুযোগ পেতে পারেন উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান। সম্ভাবনা রয়েছে সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদেরও।

দুই অভিজ্ঞ শোয়েব মালিক-মোহাম্মদ হাফিজের সাথে টি-২০তে দেখা যাবে ফখর জামান-হায়দার আলি-ইমাদ ওয়াসিম-মোহাম্মদ আমির ও ওয়াহাব রিয়াজদের। এ সিরিজ দিয়ে টি-২০তে অভিষেক হতে পারে তরুন পেসার নাসিম শাহ’র।

অভিজ্ঞদের সাথে তারুণ্যের মিশ্রনে টি-২০ সিরিজ জয়ের স্বপ্ন বাবরের। তিনি বলেন, ‘টেস্ট সিরিজ হারলেও, দল হিসেবে আমরা ভালো খেলেছি। প্রথম টেস্টে ভাগ্য আমাদের সাথে ছিলো না, নয়তো সিরিজের চিত্র অন্যরকম হতে পারতো।

দলের অনেকেই টেস্ট সিরিজে খেলেনি। তাই টি-২০ দলটি পুরো চাঙ্গা আছে। এই দল নিয়ে সিরিজ জয়ের ব্যাপারে আমি আশাবাদি।’ ইংল্যান্ড দলে ফিরেছেন ক্রিসে জর্ডান ও ডেভিড মালান। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে একটি হাফ-সেঞ্চুরি করা টম ব্যাটন, ব্যাটিং অর্ডারে উপরের দিকে প্রমোশন পেতে পারেন। মিডল-অর্ডারে অধিনায়ক মরগান-স্যাম বিলিংসের সাথে দেখা যেতে পারে জো ডেনলি বা মালানের মধ্যে একজনকে।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!