খুলনা, বাংলাদেশ | ১৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ৩ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  আগরতলায় সহকারী হাইকমিশনে হামলায় ৩ পুলিশ বরখাস্ত, গ্রেপ্তার ৭
  ভারতীয় সব বাংলা চ্যানেল সম্প্রচার বন্ধ চেয়ে করা রিটের শুনানি বুধবার

পাকাপুল থেকে গার্লস স্কুল ব্রিজ পর্যন্ত খাল পাড়কে প্রেসক্লাব উদ্যান ঘোষণা

নিজস্ব প্রতিবেদক সাতক্ষীরা

প্রাণসায়ের খালের দখলমুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযানের অংশ হিসাবে শনিবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসক মোস্তাক আহমেদ উপস্থিত থেকে সাতক্ষীরায় কর্মরত সকল সাংবাদিকদের পক্ষে পাকাপুল থেকে গার্লস স্কুল ব্রিজ পর্যন্ত প্রাণসায়ের খালের পর্ব পাড়কে “প্রেসক্লাব উদ্যান” ঘোষণা করেছেন।

এর আগে সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্যোগে পাকাপুল থেকে গার্লস স্কুল ব্রিজ পর্যন্ত প্রাণসায়ের খালের পূর্ব পাড়ে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনি, দক্ষিনের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক-ই এলাহী, সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, অর্থসম্পাদক শেখ মাসুদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রফিকুল ইসলাম শ্ওান, দপ্তর সম্পাদক শাকিলা ইসলাম জুঁই, শহিদুল ইসলাম, আব্দুল আলিম, রাহাত রাজা, সাকিবুর রহমান বাবলা, এসএম বিপ্লব হোসেন, হোসেন আলী, আফজাল হোসেন, হাবিবুর রহমান সোহাগ, মোস্তফা রায়হান সিদ্দিকী, এমএম মিনালসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

জেলা প্রশাসকের পরিকল্পনা অনুযায়ী শনিবার সকালে একযোগে প্রাণসায়ের খালের দুই পাড়ে ২ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করার পরিকল্পনা হাতে নিয়েছিলেন। কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিভিন্ন রাজনৈতিক দল, বেসরকারি সংস্থা, পরিবেশবিদ, শিক্ষার্থী এবং সেচ্ছাসেবী সংগঠনসহ সুধীজন।

জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, প্রাণসায়ের খাল আমাদের শহরের পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা সবাই মিলে এই খালটি দখলমুক্ত ও পরিষ্কার করতে পারলে এটি আমাদের শহরের সৌন্দর্য বাড়াবে এবং পরিবেশের জন্যও উপকারী হবে।

তিনি আরও বলেন, এই অভিযান ও বৃক্ষ রোপণ শুধু আজকের জন্য নয়, আমরা নিয়মিত এই উদ্যোগ অব্যাহত রাখবো। যারা অবৈধভাবে পুনরায় স্থাপনা নির্মাণ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সকল নাগরিকদের এই বিষয়ে সচেতন ও সহযোগী হওয়ার আহ্বান জানাচ্ছি।

সাতক্ষীরার প্রাণসায়ের খাল দখলমুক্ত ও পরিচ্ছন্ন রাখার এই মহতী উদ্যোগে সকলের সম্মিলিত প্রচেষ্টা আগামীতে শহরের পরিবেশ ও সৌন্দর্য উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করবে বলে আশাবাদী সুশীল সমাজের নেতৃবৃন্দরা।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!