খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  অ্যান্টিগা টেস্ট: তৃতীয় দিন শেষে বাংলাদেশ ২৬৯/৯, পিছিয়ে ১৮১ রানে
উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায়

পাইকগাছায় লবণ পানি উত্তোলন বন্ধ ও সরকারি জায়গার অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

খুলনার পাইকগাছা উপজেলা আইন-শৃঙ্খলা ও সাধারণ সভা এবং উপজেলা চেয়ারম্যানের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু।

উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম, উপজেলা ভাইস-চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস-চেয়ারম্যান লিপিকা ঢালী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার, ওসি এজাজ শফী, উপজেলা আ’লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, রবিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, রিপন কুমার মন্ডল, এসএম এনামুল হক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ্বাস, কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম, সিনিয়র মৎস্য অফিসার পবিত্র কুমার দাস, উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, শিক্ষা অফিসার খান মোঃ আলমগীর, সমাজসেবা অফিসার সরদার আলী আহসান, সমবায় অফিসার আব্দুস সাত্তার, খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম সিদ্দিকী ফিরোজ, দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার জয়া রানী রায়, আনসার ও ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুন, প্রোগ্রাম অফিসার শেফালী খাতুন, প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, প্যানেল চেয়ারম্যান শেখ জাকির হোসেন লিটন, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহমেদ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর, যুবলীগনেতা এমএম আজিজুল হাকিম, তথ্য আপা তম্বী দাশ ও রাজিব গাঙ্গুলী।

আইন-শৃঙ্খলা কমিটির সভায় নদী খনন, পৌর অভ্যন্তরে লবণ পানি উত্তোলন বন্ধ, সরকারি জায়গার অবৈধ স্থাপনা উচ্ছেদ, ওয়াপদার বাঁধে পাইপ বসিয়ে পানি উত্তোলন বন্ধ, প্রধান সড়কে ১০চাকার মালবাহী ট্রাক চলাচল বন্ধ, বজ্রপাত রোধে তাল গাছের বীজ রোপন, জুয়া-চুরি ও মাদক বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। সদ্য প্রয়াত উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলীর মৃত্যুতে শোক সভা পরবর্তী দোয়া মাহফিলে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা শামছুদ্দীন।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!