খুলনা, বাংলাদেশ | ২ মাঘ, ১৪৩১ | ১৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হামাস
  রেস্তরাঁয় ধার্য করা নতুন ভ্যাট পুনর্বিবেচনার আশ্বাস এনবিআরের
  ২০১৮ সালের নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনার সুপারিশ : ইসি সংস্কার প্রধান

পাইকগাছায় যুবলীগের কৃষকের ধান কাটা কর্মসূচির উদ্বোধন

 নিজস্ব প্রতিবেদক

খুলনা জেলা যুবলীগের সভাপতি ও খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী রায়হান ফরিদ বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের মানবিক কর্মী হিসেবে যুবলীগের নেতাকর্মীরা দেশ এবং দেশের মানুষের কল্যাণে সংগঠনটির প্রতিষ্ঠালগ্ন হতে কাজ করে আসছে। সংগঠনটির অতীত ঐতিহ্য সমৃদ্ধ উল্লেখ করে যুবলীগের সভাপতি বলেন, দেশের যে কোন গণতান্ত্রিক আন্দোলনসহ করোনাকালীন সময়ে যুবলীগের নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে দেশের এবং মানুষের জন্য কাজ করেছে। তিনি বলেন, শুধু ধান কাটা নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় যে কোন মানবিক প্রয়োজনে মানুষের পাশে থাকবে যুবলীগের নেতাকর্মীরা।

তিনি বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনা অনুযায়ী জেলার পাইকগাছা উপজেলার গড়ইখালী ইউনিয়নের আমিরপুর এলাকায় কৃষকের ধান কাটা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

যুবলীগের কেন্দ্রীয় এ কর্মসূচির আওতায় জেলা যুবলীগ নেতৃবৃন্দের উপস্থিতিতে উপজেলা যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমিরপুর গ্রামের অসুস্থ্য কৃষক আশীষ কুমার মন্ডলের ক্ষেতের ধান কেটে দেন। এ কাজে স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় অন্যান্য নেতাকর্মীরা স্বেচ্ছায় অংশ নেন।

ইউনিয়ন যুবলীগনেতা তরিকুল ইসলাম সানা’র সভাপতিত্বে ও যুবলীগনেতা এমএম আজিজুল হাকিমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠান ও ধান কাটা কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মাহফুজুর রহমান সোহাগ, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, জেলা আওয়ামী লীগনেতা শেখ আনিছুর রহমান মুক্ত, গড়ইখালী ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু, মহেশ^রীপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক শাহনেওয়াজ শিকারী, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, আওয়ামী লীগনেতা আরশাদ আলী বিশ^াস, এসএম রেজাউল হক, এসএম শাহবুদ্দীন শাহীন, খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাকিয়ার রহমান ওমান, মহানগর ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম শাওন, জেলা যুবলীগনেতা হাসানুজ্জামান, মো. আমিরুল ইসলাম বাবু, সাজ্জাদ, বাবু, সাফি, যুবলীগনেতা আব্দুর রাজ্জাক রাজু, প্রণব কান্তি মন্ডল, আকরামুল ইসলাম, কেডি বাবু, মৃগাঙ্গ বিশ^াস, মানবেন্দ্র মন্ডল, জালাল সরদার, বারিক গাজী, প্রভাষক ইমতিয়াজ আহম্মেদ, নিবেদিতা মন্ডল, জুলি শেখ, নাজমা কামাল, কাউন্সিলর আব্দুল গফফার মোড়ল, ইউপি সদস্য ফাতেমা তুজ জোহরা রূপা, টিএম হাসানুজ্জামান, শওকত হাওলাদার, ফেরদৌস ঢালী, আব্দুল্লাহ আল-মামুন, আব্বাস মোল্লা, এসনেয়ারা বেগম, সাবেক ছাত্রনেতা তানজিম মোস্তাফিজ বাচ্চু, শেখ রাজু আহমেদ, শফিকুল ইসলাম মোড়ল, আল-ইদ্রিস, আছাদুজ্জামান, লিমা, গৌতম রায়, ছাত্রলীগনেতা রায়হান পারভেজ রনি, সাব্বির হোসেন, ফয়সাল হোসেন ও শাহীন শাহ বাদশা।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!