পাইকগাছার এনএপিটি-২ প্রকল্পের আওতাধীন মৎস্য প্রডিউসার অর্গানাইজেশনের সদস্যদের সাথে মতবিনিময় ও ভেনামী চিংড়ির পরীক্ষা মূলক চাষ ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেছেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস আফরোজ। বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্র অভ্যন্তরে ভেনামী চিংড়ির পরীক্ষামূলক চাষ ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেন। পরে তিনি চিংড়ি বিপনন সমবায় সমিতি কার্যালয়ে মৎস্য প্রডিউসার অর্গানাইজেশনের সদস্যদের সাথে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন, মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক (ফিল্ড সার্ভিস) সিরাজুর রহমান, খুলনার উপ-পরিচালক নারায়ন চন্দ্র মন্ডল, উপ-পরিচালক (চিংড়ি) জিয়া হায়দার চৌধুরী, জেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, এনএটিপি-২ প্রকল্পের সিনিয়র সহকারী পরিচালক মোঃ মহসীন, লোনাপানি কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম, উপ-পরিচালক দেবাশীষ মন্ডল, উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা শরিফুল আলম রুবেল, মতিউর রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা মিজানুর রহমান, শাওন আহমেদ, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা অসিত কুমার সরকার, উপজেলা সহকারী মৎস্য অফিসার এসএম শহিদুল্লাহ, ক্ষেত্র সহকারী রণধীর সরকার, সুমন কুমার সেন, আল-আমিন ও পিও ম্যানেজার নিলাদ্রী শেখর।
খুলনা গেজেট/ পাইকগাছা /এমবিএইচ