খুলনা, বাংলাদেশ | ৭ মাঘ, ১৪৩১ | ২১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  দৈনিক ভোরের কাগজের প্রধান কার্যালয় বন্ধ ঘোষণা
  সাজাপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতির ক্ষমার ক্ষমতা চ্যালেঞ্জ করে রিট দায়ের

পাইকগাছায় পৌরশহর রক্ষায় বাঁধ নির্মাণ শুরু

পাইকগাছা প্রতিনিধি

খুলনার পাইকগাছা পৌরশহর রক্ষায় প্রায় ৯ শ’ মিটার বাঁধের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। জোয়ারের অতিরিক্ত চাপ ও বর্ষা মৌসুমের পানি নিষ্কাশিত হতে না পেরে নব্যতা হ্রাসে শিবসার উগরে দেওয়া পানিতে দীর্ঘ দিন ধরে পৌর অভ্যন্তরে পানি ঢুকে সুষ্ঠু বাজার ব্যবস্থাপনায় প্রতিবন্ধকতা ও সাধারণ মানষর জীবন যাত্রা চরমভাবে ব্যাহত হয়ে আসছে।

শহর রক্ষা বাঁধ না থাকায় এক প্রকার অরক্ষিত পৌরবাসীর দীঘদিনের দাবির প্রেক্ষিতে স্থানীয় এমপি আক্তারুজ্জামান বাবু শহর রক্ষা বাঁধের উদ্বোধন করেন। এরপর মাস খানেক পর সোমবার (২৩ মে) উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু এর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন।

খুলনা জেলার প্রথম পৌরসভা হিসেবে ১৯৯৭ সালের ফেব্রুয়ারী পাইকগাছা পৌরসভা প্রতিষ্ঠিত হয়। পৌরসভার কোল ঘেঁষে বয়ে চলেছে শিবসা নদী। প্রথম থেকেই নদীর তীর দিয়ে কোন বাঁধ নেই। এরই মধ্যে গত মাত্র কয়েক বছরে অস্বাভাবিক নব্যতা হ্রাসে প্রায় সম্পূর্ন নদী ভরাট হয়ে গেছে। ফলে অমাবশ্যা-পূর্ণিমা গোনে জোয়ারের পানি বৃদ্ধি পেলেই পৌরসভার অধিকাংশ রাস্তা তলিয়ে যায় লোনা পানিতে। এসময় চরম ভোগান্তিতে পড়তে হয় পৌরবাসীকে।

এমন পরিস্থিতিতে পৌরবাসীর দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীরের ঐকান্তিক প্রচেষ্টায় স্থানীয় (পাইকগাছ-কয়রা) সংসদ আলহাজ্জ্ব আক্তারুজ্জামান বাবু গত এপ্রিল মাসের শেষ সপ্তাহে শহর রক্ষা বাঁধের উদ্বোধন করেন।

এরপর সর্বশেষ সোমবার সকালে উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু ও সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মাহবুবুর রহমান রঞ্জুর তত্বাবধায়নে আনুষ্ঠানিকভাবে বাঁধ নির্মানের কাজ শুরু হয়।

এব্যাপারে পৌরবাসী, ব্যবসায়ীসহ সাধারণরা জানান, শহর রক্ষা বাঁধ নির্মানের ফলে চরম ভোগান্তিতে থাকা পৌরবাসী নিজেদের সুরক্ষার পাশাপাশি অন্তত লোনা পানির ধকল থেকে রক্ষা পাবেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!