খুলনার পাইকগাছা উপজেলায় জায়গা-জমি দখল কেন্দ্রিক দু’ ইউনিয়নে পৃথক সংঘর্ষের ঘটনায় বৃদ্ধসহ ১৮ জনের রক্তাক্ত জখমের ঘটনা ঘটেছে। সোমবার (১৪ মার্চ) সকালে উপজেলার চাঁদখালী ও রাড়ুলী ইউনিয়নে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর উভয় পক্ষের থানায় পৃথক অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
অভিযোগ সূত্রে জানাযায়, সোমবার সকালে উপজেলার রাড়ুলীর কাঠিপাড়া বাজারে জমি দখল নিয়ে আবুল কাসেম মোড়ল ও আজগর মোড়লদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় উভয় পক্ষের ৮ জন গুরুতর জখম হয়।
আহতরা হলেন, আবুল কাসেম মোড়ল(৬০),আইয়ুব আলী মোড়ল(৫২),শাহাজান মোড়ল(৫৮), শফিকুল ইসলাম (৩২), প্রতিপক্ষ মেজবার মোড়ল(৩৩), জাহাঙ্গীর মোড়ল(৪৫), বাবলা মোড়ল(৩০), জাহানারা বেগম(৫৫) আহত হয়। উভয় পক্ষ পৃথকভাবে থানায় অভিযোগ করেছে।
অপরদিকে উপজেলার উত্তর গড়ের আবাদে সোমবার সকাল ১০ টার দিকে মোসলেহ উদ্দীন মোড়ল(৬৬) ও মোবারেক মোড়ল(৬৮) দের মধ্যে জায়গা জমি নিয়ে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে মোবারেক মোড়লরা ওই বিরোধপূর্ণ জমিতে ঘর বাঁধতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে উভয় পক্ষের ১০ জন রক্তাক্ত জখম হয়।
আহতরা হলেন, মোসলেহ উদ্দীন মোড়ল (৬৬),আলমঙ্গীর (৩৫),শাহ আলম(৪০), জাহাঙ্গীর আলম(৩০) মফেজ উদ্দিন( ৭০) প্রতিপক্ষের মোবারক মোড়ল(৬৮), হাবিবুর রহমান(৪৫), ওবাইদুল্লাহ (২৩), মজিদ মোড়ল (৫০) ও আবুল হোসেন(১৬)। আহত সকলেই পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। উভয়পক্ষ পৃথকভাবে থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এব্যাপারে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান জানান, জমি দখল কেন্দ্রিক সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ থানায় অভিযোগ করেছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুষ্ঠ তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
খুলনা গেজেট/ টি আই