সরকারি বিধি নিষেধ ও স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব পালনের আহবান জানিয়েছেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু। শীত মৌসুমে করোনা সংকট আরও প্রকট হতে পারে।
রবিবার (১৮ অক্টোবর) দুপুরে পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের আমুরকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় অডিটোরিয়ামে শারদীয় দুর্গোৎসব পালন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আক্তারুজ্জামান বাবু আরো বলেন, টি আর কাবিখা, ট্যাংকি বিতরণে দুর্নীতিবাজদের প্রশ্রয় দেওয়া হবেনা । অতীতের অভিজ্ঞতা থেকে স্কুল, কলেজে শিক্ষক নিয়োগ বাণিজ্য বন্ধে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র ঢালীর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা আঃ মান্নান গাজী ও মিজানুর রহমান বাবু, আওয়ামী লীগ নেতা আবুল বাশার বাবুল সরদার , কুমুদ রঞ্জন ঢালী, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, তপন বাইন, বিমল সরদার, রবীন্দ্র নাথ রায়, বোরহান উদ্দীন হাওলাদার, এস এম শাহাবুদ্দীন শাহীন, সায়েদ আলী মোড়ল কালাই, রবি গাজী, আব্দুর রউফ, শিবপদ মন্ডল, ব্যাংকার বিকাশেন্দু সরকার, ইউপি সদস্য বিএম আরফিন আলী, এডভোকেট শিবুপ্রসাদ , দিলীপ ঢালী, জীবন কিশোর রায়, পরিতোষ মন্ডল, ক্ষিতিশ মন্ডল, গোপাল মন্ডল, বিনয় মন্ডল, প্রশান্ত মন্ডল, মোল্ল্যা আনিসুর হক, শোয়েব রহমান, নাছিমা বেগম, লাভলি মন্ডলসহ অনেকে। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি
খুলনা গেজেট/কেএম