খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  সাবেক আইজিপি মামুনের ফের ৩ দিনের রিমান্ড
  অ্যান্টিগা টেস্ট: তৃতীয় দিন শেষে বাংলাদেশ ২৬৯/৯, পিছিয়ে ১৮১ রানে

পাইকগাছায় করোনায় ব্যবসায়ীর মৃত্যু; ইউপি চেয়ারম্যানের পজেটিভ

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় করোনা পজেটিভ নিয়ে আব্দুল গফফার গাজী (৫৫) নামে এক মৎস্য ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার রাতে ইসলামিক ফাউন্ডেশনের তত্বাবধানে মৃত ব্যক্তির দাফন সম্পন্ন হয়েছে। অপরদিকে লস্কর ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার জানান, উপজেলার বান্দিকাটি গ্রামের আব্দুল গফফার নামে এক ব্যক্তি করোনা পজেটিভ নিয়ে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুর ২ টার দিকে মৃত্যুবরণ করেন। একই দিন লস্কর ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে। ইউপি চেয়ারম্যান বর্তমানে খুলনাস্থ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গফফার গাজী মৎস্য ব্যবসায়ীক সূত্রে সাতক্ষীরায় অবস্থান করছিলেন। সেখানে অসুস্থ হয়ে পড়লে ওখানে চিকিৎসা শেষে পরবর্তীতে খুলনায় ভর্তি হন এবং নমুনা সংগ্রহ করা হলে পিসিআর ল্যাবে তার নমুনায় পজেটিভ সনাক্ত হয়। আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শনিবার বিকালে তার মৃতদেহ এলাকায় পৌছালে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর নির্দেশনায় সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আরাফাতুল আলম মৃতের বাড়িতে গিয়ে স্বাস্থ্যবিধি মেনে দাফন কাজ সম্পন্ন করার জন্য মৃতের পরিবারকে নির্দেশনা দেন।

ইসলামিক ফাউন্ডেশনের শেখ শওকত হোসেন জানান, রাত সাড়ে ৯টার দিকে উপজেলা প্রশাসন গঠিত দাফন কমিটির সার্বিক সহযোগিতায় সামাজিক দূরত্ব বজায় রেখে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। দাফন কাজে সহযোগিতা করেন মাওঃ আব্দুল কাদির, মাওঃ আহম্মাদ আলী ও মোঃ আইয়ুব আলী।

উল্লেখ্য, এ নিয়ে অত্র এলাকায় করোনা পজেটিভ নিয়ে ৩ ব্যক্তির মৃত্যু হলো।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!