খুলনার পাইকগাছায় চিংড়িতে অপদ্রব্য পুশের অপরাধে একজনকে জরিমানা ও পুশকৃত চিংড়ি জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মে) সকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস পৌর সদরের জিরাপয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে অপদ্রব্য পুশকৃত চিংড়ি জব্দ ও লতা ইউনিয়নের উত্তর লক্ষীখোলা গ্রামের সাইফুল মোল্লা নামের এক ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী মৎস্য অফিসার এসএম শহিদুল্লাহ ও ক্ষেত্র সহকারী রণধীর সরকার প্রমূখ।