খুলনার পাইকগাছা উপজেলার নড়া নদীর অতিরিক্ত জোয়ারের পানির চাপে লতা ইউনিয়নের রেখামারী গ্রামের একটি পিচের রাস্তা ধ্বসে ভেসে গেছে। উপজেলার ২০ নং পোল্ডারের জনগুরুত্বপূর্ণ রাস্তাটি ভেঙ্গে পড়ায় সেখানকার আশ-পাশের অন্তত ৫ গ্রামের মানুষ রবিবার (২০ অক্টোবর) স্বেচ্ছাশ্রমে সংষ্কার করেছে।
স্থানীয়রা জানান, দ্বীপ বেষ্টিত ভাঙ্গনকবলিত এলাকার আশ-পাশে মাটি না থাকায় স্থানীয়রা দূর থেকে নসিমন, করিমন ও মটর ভ্যানযোগে মাটি এনে সংষ্কার কাজ এগিয়ে নিতেও ব্যাপক দূর্ভোগের সম্মুখিন হন।
স্থানীয় বিএনপি নেতা ইব্রাহীম গাজী জানান, উপজেলার লতা ইউনিয়নের ২০ নং পোল্ডারস্থ নড়া নদীতে একটি বাঁধের মাধ্যমে মূলত নড়া-১ ও নড়া-২ এর সৃষ্টি। স্থানীয় বাহির ঘের (চিংড়ী ঘের) মালিকরা নদী থেকে অতিরিক্ত জোয়ারের পানি উঠানোর কারণে বড় ধরনের ঘোগা (ছিদ্র) তৈরি হয়। যা দিয়ে জোয়ারের অতিরিক্ত পানি প্রবেশ করায় চাপ সহ্য করতে না পেরে শনিবার রাতে নড়া নদীর গোড়া এলাকায় রপীচের রাস্তাটি ধ্বসে ভেসে যায়।
এরপর স্থানীয় সাবেক ইউপি সদস্য ইব্রাহীম খলিল পরানের নের্তৃত্বে রেখামারি, আসাননগর, গোয়াছোপা, হানি গ্রাম ও মধুখালী এলাকার অন্তত দু’ শতাধিক মানুষ রবিবার ভোরবেলা থেকে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে দূর থেকে মাটি এনে বাঁধটি সংষ্কার করেন।
এব্যাপারে ইব্রাহীম খলিল পরান বলেন, দূর থেকে মাটি এনে কোন রকম ভরাট করতে পাররেও এখনো কিছু কাজ বাকি রয়েছে। যা সোমবার সকাল থেকে ফের বাইরে থেকে মাটি এনে তারা সম্পন্ন করতে পারবেন বলে জানান তিনি।
খুলনা গেজেট/এএজে