পাইকগাছার কপোতাক্ষ নদে নিখোঁজ দিনমজুর অহেদ আলী দফাদার (৫০) কে গত ২৪ ঘন্টায়ও উদ্ধার করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের ৫ সদস্যের উদ্ধার টিম বুধবার সকাল ১০টা থেকে দুপুর দেড়’টা পর্যন্ত কপোতাক্ষ নদের প্রায় ৫ কিলোমিটার এলাকা জুড়ে উদ্ধার অভিযান পরিচালনা করে। এদিকে উদ্ধারের ব্যাপারে সার্বিক খোঁজ খবর রাখেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ও থানার অফিসার ইনচার্জ মোঃ এজাজ শফী। মঙ্গলবার বিকাল ৫টার দিকে পৌরসভা ও গদাইপুর ইউনিয়নের সীমান্তবর্তী কপোতাক্ষ নদের আলোকদ্বীপ সংলগ্ন এলাকায় নৌকা ডুবির ঘটনায় গদাইপুর ইউনিয়নের পুরাইকাটী গ্রামের হাতেম দফাদারের ছেলে অহেদ আলী নিখোঁজ হয়। একই এলাকার কওছার দফাদার জানান, ঘটনার দিন আমি এক মহাজনের এখানে এবং অহেদ সহ অপর ৭ জন অন্য মহাজনের ওখানে ধান রোপনের কাজ করতে যাই। মঙ্গলবার বিকাল ৫টার দিকে আলোকদ্বীপে কাজ শেষ করে অহেদ সহ ৭ দিনমজুর নৌকা যোগে নদী পাড়ি দিয়ে বাড়ী ফিরছিলো।
পথিমধ্যে কপোতাক্ষ নদের মাঝে গিয়ে প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়। এ সময় ৬ জন নদীতে জেলেদের মাছ ধরার জালের রশি ধরে প্রাণে বেঁচে গেলেও অহেদের কোন হদিস পাওয়া যায়নি। এদিন কোথাও তার খোঁজ পাওয়া যায়নি। খবর পেয়ে বুধবার সকালে ঘটনাস্থলে যান ওসি এজাজ শফি। অপরদিকে উদ্ধারের ব্যাপারে সার্বিক খোঁজ খবর রাখেন ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। সিরাজুল ইসলাম জানান, বুধবার সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ৫ সদস্যের ফায়ার সার্ভিসের উদ্ধারটিম নদীর ৫ কিলোমিটার এলাকা জুড়ে উদ্ধার অভিযান পরিচালনা করে। কিন্তু কোথাও মৃত কিংবা জীবিত অবস্থায় অহেদ দফাদারের সন্ধান পাওয়া যায়নি। এদিন বিকাল ৫টা পর্যন্ত তার কোন হদিস পাওয়া যায়নি বলে থানা পুলিশ ও স্থানীয় প্রশাসন জানিয়েছেন।
খুলনা গেজেট/এমবিএইচ