খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

পাইকগাছায় মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক ও পাইকগাছা প্রতিনিধি

খুলনার পাইকগাছায় ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালকসহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় তৃষা নামে আরও এক শিক্ষার্থী আহত হয়েছেন। বুধবার (৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শিববাটি ব্রীজ এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত ভ্যান চালক ইসমাইল গাজী উপজেলার চাঁদখারী ইউনিয়নের শাহাপাড়ার আনছার গাজীর ছেলে। নিহত অপর দু’ মোটরসাইকেল আরোহী রিয়াদ পাইকগাছা পৌরসভার ৬ নং ওয়ার্ডের আবিদুর রহমানের ছেলে এবং মাহাবুর গড়ইখালীর হারুন গাইনের ছেলে। এছাড়া আহত শিক্ষার্থী তৃষা সাতক্ষীরার আশাশুনী উপজেলার বড়দল গ্রামের আলাউদ্দীনের মেয়ে।

আহত তৃষার মা জানান, সকালে তার মেয়েসহ তার আরও দু’সহপাঠী শাহাপাড়া ব্রীজ মোড় হতে ভ্যানযোগে পাইকগাছায় কম্পিউটার প্রশিক্ষণ নিতে বাড়ি থেকে রওনা হয়। পথিমধ্যে দুর্ঘটনায় তৃষা আহত হলেও অন্যরা অক্ষত রয়েছে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমান নিহতের পরিচয় নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাদ দিয়ে তিনি বলেন, আজ সকালে একটি ভ্যান পাইকগাছা অভিমুখে আসছিল। একপর্যায়ে ভ্যানটি উপজেলার শিববাটি ব্রীজ এলাকায় পৌঁছালে বিপরীতমুখী দ্রুতগতির একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালকসহ দু’ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। একই ঘটনায় এক শিক্ষার্থী আহত হয়েছেন। খবর পেয়ে থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌছায়।

 

খুলনা গেজেট/এমএম/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!