স্বেচ্ছাসেবক লীগের খুলনার পাইকগাছা উপজেলা কমিটির এক বিশেষ বর্ধিত সভা সোমবার সকালে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের উপজেলা সভাপতি সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি মোঃ আনোয়ার ইকবাল মন্টু, সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, আওয়ামীলীগ নেতা শেখ মোঃ মনিরুল ইসলাম।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন এর পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আমিরুল ইসলাম, গাজী মহাসিন রেজা, শিবানন্দ রায়, জি এম কামরুল হাসান, পিযুষ কান্তি মন্ডল, প্রভাষক বজলুর রহমান, জি এম বাসারুল ইসলাম, মোঃ মাহাফুজুল হক কিনু, সুজন রায়, মোঃ সিরাজুল ইসলাম ছোট, দীপঙ্কর কুমার সানা, প্রভাষক এস এম জাহাঙ্গীর আলম, মোঃ মুনছুর সরদার, বিশ্বজিত অধিকারী, মোঃ আল-আমিন, বাপিন কুমার মজুমদার, জগবন্ধু বাছাড়, অমল রাজ মন্ডল, সুজয় কর, মনোজ কুমার মন্ডল, পলাশ রায়, আশুতোষ মন্ডল, পৌর কাউন্সিলর কবিতা দাশ, রফিকুল ইসলাম, পঙ্কজ কুমার বিশ্বাস, অসিত কুমার মন্ডল, শেখ আফজাল হোসেন, উত্তম কুমার ঢালী, ইসমাইল শেখ, ধ্রুব মন্ডল, সমারেশ বিশ্বাস, মোঃ বাবুল সরদার, উজ্জ্বল মন্ডল, নির্মল দাশ, পৌর সভাপতি বাশারুল ইসলাম বাচ্চু, হরিঢালী ইউনিয়ন কমিটির সভাপতি শেখ মোহাম্মদ আলী, সাধারন সম্পাদক জি এম গোলাম মোস্তফা, লতার সভাপতি গৌতম রায়, সোলাদানার সভাপতি আমজাদ হোসেন।
আলোচনা সভা পুর্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়। সভা শেষে সদ্যপ্রয়াত সাবেক এমপি এড. শেখ মোঃ নুরুল হক ও সাবেক উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলীর বিদেহী আত্মার শান্তি কামনা করে এবং স্থানীয় সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু ও পৌর মেয়র সেলিম জাহাঙ্গীরের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় পৌরসভা ও সকল ইউনিয়ন কমিটিকে আরো গতিশীল করার লক্ষে দ্রুত সময়ের মধ্যে সাংগঠনিক সভা করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।
খুলনা গেজেট/এনএম