বাগেরহাটে পাঁচটি গাঁজার গাছসহ মোঃ জোবায়ের শেখ (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৬ খুলনার একটি আভিযানিক দলের সদস্যরা।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারী) রাত পৌনে ৮ টার দিকে জেলার ফকিরহাট থানাধীন দিয়াপাড়া মাদারবুনিয়া গ্রামের জনৈক মোঃ ফারুক শেখের বসতবাড়ির পূর্ব পাশে পুকুর পাড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৬ খুলনার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়- ফকিরহাট থানাধীন দিয়াপাড়া মাদারবুনিয়া গ্রামের জনৈক মোঃ ফারুক শেখের বসতবাড়ির পূর্ব পাশে পুকুর পাড়ে (মাদকদ্রব্য) গাঁজার গাছ চাষ করে আসছে। সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি সেখানে অভিযান পরিচালনা করে মোঃ ফারুক শেখের ছেলে মোঃ জোবায়ের শেখকে গ্রেফতার করা হয়।
এ সময় আসামীর দেখানো মতে তার বসতবাড়ীর পূর্ব পাশে পুকুর পাড় থেকে রোপনকৃত নিজ হেফাজতে থাকা ৫টি তাঁজা গাঁজার গাছ (ওজন ৩০০ গ্রাম) উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বাগেরহাট জেলার ফকিরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।