আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) অনুযায়ী ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসার কথা ছিল নিউজিল্যান্ডের।
সিরিজ শুরুর আগে এসেছে পরিবর্তন। এই পরিবর্তন তারিখে নয়। পরিবর্তন এসেছে ম্যাচ সংখ্যায়।
আগের সূচি অনুযায়ী তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ব্ল্যাক ক্যাপদের। সে জায়গায় পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা।
বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সব কিছু ঠিক থাকলে ২৪ আগস্ট বাংলাদেশে পা রাখবে নিউজিল্যান্ড।
২৪ আগস্ট আসলেও সেপ্টেম্বরের আগে মাঠে নামছেন না উইলিয়ামসনরা। সাত দিনের কোয়ারেন্টিন শেষ করে ৩১ আগস্ট অনুশীলন করবে সফরকারী দল। এরপর ১ সেপ্টেম্বর ম্যাচ খেলতে নামবে তারা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের মতোই একটি ভেন্যুতে খেলা হবে সিরিজের সব ম্যাচ। করোনাভাইরাস মহামারির কারণে দুই বোর্ড মিলে সিদ্ধান্ত নিয়েছে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচগুলো খেলানোর।
সিরিজের ম্যাচগুলো হবে ১, ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর।
একনজরে বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের সূচি
তারিখ-বার | ম্যাচ | ভেন্যু |
১ সেপ্টেম্বর, বুধবার | ১ম টি-টোয়েন্টি | শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর |
৩ সেপ্টেম্বর, শুক্রবার | ২য় টি-টোয়েন্টি | শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর |
৫ সেপ্টেম্বর, রবিবার | ৩য় টি-টোয়েন্টি | শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর |
৮ সেপ্টেম্বর, বুধবার | ৪র্থ টি-টোয়েন্টি | শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর |
১০ সেপ্টেম্বর, শুক্রবার | ৫ম টি-টোয়েন্টি | শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর |
গত বছর আগস্টে দুই টেস্ট ম্যাচ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল নিউজিল্যান্ডের। কিন্তু করোনার কারণে বাতিল হয়ে যায় সিরিজ।
এর আগে ২০১৩-১৪ মৌসুমে সবশেষ বাংলাদেশের পূর্ণ সফরে এসেছিল নিউজিল্যান্ড।
গতকাল মঙ্গলবার ইংল্যান্ড বাংলাদেশে তাদের টি-টোয়েন্টি সিরিজ বাতিল করে।
খুলনা গেজেট/ টি আই/এমএম