২০২১ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন, সংযোজন ও নতুন ভোটার অন্তর্ভুক্তির কাজ শুরু হবে আগামী ১৮ নভেম্বর। যা শেষ হবে ১৫ ডিসেম্বর। সোমবার রাজ্য নির্বাচন কমিশনে সর্বদলীয় বৈঠকের শেষে এ কথা জানান রাজ্য নির্বাচন কমিশন।
কমিশন এদিন বলেন, প্রত্যেক নির্বাচনী বুথে এই কাজ শুরু হবে। সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের এগিয়ে আসতে হবে। তিন ধরণের ফর্ম পূরণের মাধ্যমে কাজটি হবে। একটি বানান সংশোধন, একটি ঠিকানা পরিবর্তন, আরেকটি নতুন ভোটার অন্তর্ভুক্তির জন্য। এবারের প্রমাণপত্রকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। প্রয়োজনে কাজকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সময়সীমা বাড়ানো হতে পারে।
খুলনা গেজেট/কেএম