ভারতের পশ্চিমবঙ্গে ড্রোন উড়ানোর অভিযোগে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা কোনো অনুমতি ছাড়াই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এলাকায় ড্রোন উড়িয়েছেন। ওই এলাকার পাশেই অবস্থিত ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের সদরদপ্তর। প্রতিরক্ষা এলাকা হওয়ায় সেখানে ড্রোন উড়াতে বিশেষ অনুমতির প্রয়োজন পড়ে। কিন্তু সেই অনুমতি ছাড়াই ড্রোন উড়ানোয় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এ খবর দিয়েছে ওয়ান ইন্ডিয়া।
খবরে জানানো হয়, গ্রেপ্তার হওয়া দুইজন বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা। বুধবার তাদেরকে গ্রেপ্তার করা হয়। ওই কম্পাউন্ডের দায়িত্বে রয়েছে ‘সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স’। তারাই মিউজিয়ামটির নিরাপত্তার দেখাশোনা করে। ড্রোন উড়ানোর জন্য তারা স্থানীয় পুলিশ স্টেশনে একটি অভিযোগ দায়ের করেছেন।
তার ভিত্তিতেই দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক তদন্তের পর জানা গেছে, ওই বাংলাদেশিদের ড্রোন উড়ানোর অনুমতি ছিল না। তারপরেও তারা ভিক্টোরিয়া মেমোরিয়ালের উত্তর গেটে ক্যামেরা সম্বলিত একটি ড্রোন উড়ায়। তারা আশেপাশের বিভিন্ন এলাকার ছবি তুলছিল। এর পাশেই রয়েছে ভারত সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার্স। এক কর্মকর্তা জানিয়েছেন, ওই দুই বাংলাদেশি ভারতের ‘বিমান আইন’ লঙ্ঘন করেছেন। ‘নো ড্রোন জোনে’ তারা ড্রোন উড়িয়েছেন। আমরা তাদের সঙ্গে কথা বলছি। আগামি ২৩শে আগস্ট পর্যন্ত তাদেরকে জেরা করার সুযোগ পাবে পুলিশ।