পশ্চিমবঙ্গে আরো ৪ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হবে আগামী ৩০ অক্টোবর। ফলাফল ঘোষিত হবে ২ নভেম্বর। মঙ্গলবার নির্বাচন কমিশন এই নির্ঘন্ট ঘোষণা করেন।
কমিশন সূত্রে জানানো হয়েছে, ১ অক্টোবর থেকে বিজ্ঞপ্তি জারি করা হবে।
যে চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হবে সেগুলি হল, কোচবিহারের দিনহাটা, নদীয়ার শান্তিপুর, উত্তর চব্বিশ পরগনার খড়দহ ও দক্ষিণ চব্বিশ পরগণার গোসাবা বিধানসভা ।
৮ অক্টোবর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন।মনোনয়ন স্ক্রটুনি করা হবে ১১অক্টোবর। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন১৩ অক্টোবর। ৩০অক্টোবর ভোট গ্রহণ। ভোট গণনা ২ নভেম্বর।ভোটপ্রক্রিয়া শেষ ৫ নভেম্বর।
চার বিধানসভার মধ্যে খড়দহ ও গোসাবা বিধানসভার বিজয়ী প্রার্থী করোনায় মারা যান। দিনহাটা ও শান্তিপুরের বিজেপি প্রার্থী লোকসভার সাংসদ। তাই তারা পদত্যাগ করলে আসন দুটি শূন্য হয়। যে কোনও একটি পদে থাকতে হবে বলে তাদেরকে পদত্যাগ করতে হয়।
খুলনা গেজেট/ এস আই