খুলনা, বাংলাদেশ | ১ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  সাবেক বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম মারা গেছেন
  ভারতে হাসপাতালে আগুন লেগে ১০ শিশুর মৃত্যু

পশ্চিমতীরে ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা

আন্তর্জা‌তিক ডেস্ক

অধিকৃত পশ্চিমতীরে শুক্রবার অবৈধ ইহুদি বসতি নির্মাণের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করায় ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করেছে ইসরাইলি বাহিনী। ইহুদিবাদী ইসরাইলের সেনা সদস্যদের নৃশংস ওই হামলায় ১০ ফিলিস্তিনি গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে ১৫ বছর বয়সি মো. সাঈদ হামাইল নামে এক কিশোর নিহত এবং আরও ৯ জন গুলিবিদ্ধ হন। খবর আনাদোলুর। আহতদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, ইহুদি দখলদারদের আগ্রাসন ও অবৈধ বসতি নির্মাণের বিরুদ্ধে শুক্রবার পশ্চিমতীরের নাবলুস, কালকিলিয়া ও রামাল্লাহ শহরে বিক্ষোভ মিছিল বের করেন ফিলিস্তিনিরা। এসময় তাদের ওপর বিনা উসকানিকে গুলিবর্ষণ, টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করে ইসরাইলি বাহিনী। এতে ওই হতাহতের ঘটনা ঘটে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গুরুতর আহত ৬ ফিলিস্তিনিকে নাবলুসের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অধিকৃত পূর্ব জেরুজালেম ও পশ্চিমতীরে মোট ১৬৪টি অবৈধ ইহুদি বসতি এবং ১১৬টি ইসরাইল চেকপোস্ট আছে। এসব চেকপোস্টে প্রতিনিয়তই ফিলিস্তিনিদের হেনস্থা করা হচ্ছে।

অবৈধ এসব ইহুদি বসতিতে সাড়ে ৬ লাখ ইসরাইলিদের বসবাস। আন্তর্জাতিক নীতি অগ্রাহ্য করে তারা ধীরে ধীরে ফিলিস্তিনিদের সব ভূমি দখলে নিয়ে যাচ্ছে। এ ঘটনায় প্রতিবাদ করলেই নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে নিরপরাধ ফিলিস্তিনিদের।

১৯৬৭ সালের ৬ দিনের আরব-ইসরাইল যুদ্ধের পর বেপরোয়া হয়ে ওঠে দখলদার এ ইহিদিবাদী দেশটি।

খুলনা গেজেট/ টি আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!