খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  সাবেক প্রধান বিচারপতির মৃত্যুতে আজ সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ
  সিইসিসহ নতুন নির্বাচন কমিশনারদের শপথ আজ
  অ্যান্টিগা টেস্ট: ৪৫০ রানে ইনিংস ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের, দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ৪০/২

পল্টন কার্যালয়ের সামনে গণঅবস্থানের অনুমতি পেল বিএনপি

গেজেট ডেস্ক 

রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যলয়ের সামনে বুধবার ১১ জানুয়ারি পূর্ব ঘোষিত গণ অবস্থান কর্মসূচির অনুমতি পেল বিএনপি। মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপির প্রতিনিধি দল সংঙ্ঘে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বৈঠকে এ অনুমতি দেয়া হয়।

এর আগে সোমবার (৯ জানুয়ারি) বিএনপির পক্ষ থেকে অবস্থান কর্মসূচি জন্য অনুমতি চায় দলটি।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি গণ মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে গণ অবস্থান কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন।

এদিকে কর্মসূচি সফল করতে কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব দিয়েছে বিএনপি। প্রতিটি সাংগঠনিক বিভাগে ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা ও যুগ্ম মহাসচিবকে দলনেতা করা হয়েছে। সাংগঠনিক সম্পাদকরা সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!