খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

পরীর ইঙ্গিত অস্বীকার, হতবাক রাজ

বিনোদন প্রতিবেদক

ব্যক্তিগত জীবনের কথা’ সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে সবাইকে জানিয়েছেন পরীমণি। ইঙ্গিতে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের সঙ্গে তার স্বামী শরিফুল রাজের প্রেমের সম্পর্কের কথা সামনে এনেছেন। তবে পরীর এই অভিযোগমূলক ইঙ্গিতকে অস্বীকার করেছেন তার স্বামী শরিফুল রাজ। তিনি বলেন, ‘কেন আমার বিরুদ্ধে এমন মিথ্যা অভিযোগ সে আনলো, জানি না। আমি রীতিমতো হতবাক আমার বিরুদ্ধে পরীর সব অভিযোগে।

পরীমণি এর আগে বুধবার রাতে হুট করেই স্বামী শরিফুল রাজের সঙ্গে চিত্রনায়িকা মিমকে জড়িয়ে স্ট্যাটাস দেন।শুধু তাই নয় স্ট্যাটাস থেকে বাদ যায়নি পরিচালক রাফিও। ওই স্ট্যাটাসে রাজ-মিম জুটির পরাণ ও দামাল ছবির পরিচালক রাফীকে ‘দালাল’ বলে আখ্যায়িত করেন আলোচিত অভিনেত্রী পরীমনি। সেই সাথে মিমকে বলেন, নিজের স্বামীর সংসার নিয়ে সন্তুষ্ট থাকতে।

ফেসবুকে পরীমনির এমন স্ট্যাটাস পেয়ে কয়েক ঘণ্টা পর মিম তার ভেরিফায়েড ফেসবুক পেজে কারও নাম উল্লেখ না করে নিজের অবস্থান পরিষ্কার করেন। কিন্তু পরীমনি থামেনি সে এরপর আরেকটি স্ট্যাটাস দেন মিমকে নিয়ে।যে স্ট্যাটাসে সঙ্গে রয়েছে মিমের সাথে তার কথা-বার্তার স্ক্রিণশটগুলো।

বিষয়টি নিয়ে আলাপ করতেই রাজ জানালেন, ‘আমি আমার সব কাজের প্রতিই যত্নশীল। সংসারের প্রতি তো আরও যত্নশীল। সংসার, স্ত্রী, সন্তান ফেলে অন্য সম্পর্কে জড়াব- এমন অনৈতিক কথা ভাবতেই পারি না। আমার কথা হলো- যে যাই বলুক, যে কারণেই বলুক, আমি এসব নিয়ে মোটেও বিচলিত নই। কারণ মিথ্যা কখনো স্থায়ী হয় না।’

রাজ আরও বলেন, ‘পরী কেনো ওই স্ট্যাটাস দিয়েছে সেটা পরীই বলতে পারবে, তাকেই প্রশ্ন করুন। আমার বিশ্বাস, সেই সব ক্লিয়ার করবে। আমি শুধু বলবো, আমার বিরুদ্ধে আনা সব অভিযোগই মিথ্যা। বিন্দুমাত্রও সত্যতা নেই।’

ঘরের কথা এভাবে প্রকাশ্যে আনা কতটা উচিত- জানতে চাইলে রাজ বলেন, ‘আমি ব্যক্তিগত বিষয় কারও কাছে শেয়ার করা পছন্দ করি না। কারণ, আমি আমার ব্যক্তিগত প্রতিটি বিষয়কে সম্মান ও শ্রদ্ধা করি। এখন ব্যক্তিগত বিষয় আরেকজন কিভাবে প্রকাশ করবে, তার ব্যাখ্যা আমি তো দিতে পারব না!’

এদিকে রাজের সঙ্গে মিমকে জড়িয়ে স্ট্যাটাস দেওয়ায় রাজ-পরীর সংসার ভাঙছে বলে আলোচনা চলছে শোবিজ পাড়ায়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

রাজ বলেন, ‘সংসার ভাঙবে- এমন কোনো ঘটনা ঘটেনি। আমরা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছি। পরীকে আমি অনেক ভালোবাসি। আমরা সন্তান নিয়ে দিব্যি সংসার করে যাচ্ছি। গতকালও আমরা কাছের লোকদের নিয়ে বাসায় পার্টি করলাম।’

পরীমণির স্বামী রাজ বললেন, ‘আমি আবারও বলি, এসবের কিছুই জানি না। আমি দৃঢ়ভাবে বলতে চাই আমার বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা। পরীমণি কেন এমন করল একমাত্র সেই তা জানে এবং আমি আশা করব সে প্রকৃত বিষয়টি দ্রুত পরিষ্কার করবে।’

উল্লেখ্য, অভিনেতা শরিফুল রাজের সঙ্গে ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন। মাত্র এক সপ্তাহের সম্পর্কটি বিয়ে পর্যন্ত পৌঁছায়,বিয়ে করেন গোপনে। এরপর গত ১০ জানুয়ারি বিয়ের খবর ও মা হতে চলার খবর একই সাথে প্রকাশ করেন পরীমণি। পরিবার তাদের সম্পর্ক মেনে নিয়ে গত ২২ জানুয়ারি পারিবারিকভাবে আয়োজন করে তাদের বিয়ে দেয়। তারপর ১০ আগস্ট পরীমণির কোল জুড়ে আসে শরিফুল রাজের পুত্র সন্তান-শাহীম মুহাম্মদ রাজ্য।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!