খুলনা, বাংলাদেশ | ৭ ফাল্গুন, ১৪৩১ | ২০ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  খুলনা নগরীর সোনাডাঙ্গা ২২তলা ডেল্টা ভবনের সামনে দুর্বৃত্তদের হামলায় আল আমিন নামের এক যুবক নিহত হয়েছেন
  ১৭ বছর পর ২৭তম বিসিএসে বঞ্চিত ১১৩৭ জনের চাকরি ফেরত দিতে নির্দেশ আপিলের বিভাগের
  কুয়েটে সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের, আসামি অজ্ঞাত পরিচয় ৪০০/৫০০ ব্যক্তি

পরীমণির পর বাধার মুখে অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক

চট্টগ্রামে মেহজাবীন চৌধুরী, টাঙ্গাইলে পরীমণির পর এবার ঢাকার কামরাঙ্গীরচরে বাধার মুখে পড়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। রেস্টুরেন্ট উদ্বোধন করতে গিয়ে ব্যর্থ হয়েছেন তিনি।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) ঢাকার কামরাঙ্গীরচরের ‘সোনার থালা’ নামের একটি রেস্টুরেন্ট উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ঢাকাই ছবির এ নায়িকার। তবে স্থানীয় একটি মহল বিষয়টি জানতে পেরে সংগঠিত হয়ে কামরাঙ্গীচর থানায় গিয়ে অভিযোগ জানায়। এরপর পুলিশের হস্তক্ষেপে অপুকে ছাড়াই রেস্টুরেন্টের উদ্বোধন সম্পন্ন হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে হাজারীবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ লুৎফর রহমান বলেন, ‘স্থানীয় একটি মহল এসে অভিযোগ করার পর, থানা থেকে যোগাযোগ করা হয় রেস্টুরেন্ট কর্তৃপক্ষের সাথে। তারা বিষয়টি আমলে নিয়ে অপুকে বাদ দিয়ে গতকাল উদ্বোধন সম্পন্ন করেছেন।’

বিষয়টি নিয়ে অপু বিশ্বাসের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!