জীবননগরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (০৫ জুন) বিকাল সাড়ে ৪ টায় দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির উদ্যোগে এবং শিকড় সমাজ কল্যাণ সংস্থার বাস্তবায়নে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের যাদবপুর করতোয়া নদীর ধারে পরিত্যাক্ত জমিতে বনজ, ফলজ, ঔষধী গাছ রোপনের মধ্যে দিয়ে বিশ্ব পরিবেশ দিবস এর কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
শিকড় সমাজ কল্যাণ সংস্থার যুগ্ন সাধারন সম্পাদক মিঠুন মাহমুদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ৪নং সীমান্ত ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল কাদের, সীমান্ত ইউনিয়ন যুবলীগের সভাপতি মোসাবুল হক মিল্টন, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির সদস্য সাজু আহম্মেদ, শিকড়ের সদস্য মফিজুল ইসলাম, রমজান হোসেন, ওমর ফারুক, নিলয়, সাদিয়া, মেহেদী প্রমুখ।
খুলনা গেজেট/এমএইচবি