মঙ্গলবার (০২ নভেম্বর) সকাল সাড়ে দশটা। বাগেরহাটের রামপালে রাজনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। ৬ নং ওয়ার্ডের দক্ষিণ কালেখার বেড় প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রবেশ করতেই মধ্য বয়সী এক ব্যক্তির বাঁধা। কেন্দ্র এলাকায় প্রবেশ করা যাবে না। সংবাদকর্মী পরিচয় দিলে তিনি নিজেকে প্রিজাইডিং কর্মকর্তা পরিচয় দেন। তবে তার কাছে রিটার্নিং কর্মকর্তা প্রদত্ত কোন পরিচয় পত্র ছিল না।
নাম জানতে চাইলে তিনি আরও বেশি রেগে যান। বলেন ‘এখান থেকে বের হয়ে যান’। পরবর্তীতে তার পরিচয় পত্র আছে কিনা জানতে চাইলে তিনি আরও বেশি ক্ষিপ্ত হন। দ্রুত গতিতে তার কক্ষে যান, কক্ষে প্রবেশ করে একটি আলমারি থেকে সাদা পরিচয় পত্র বের করেন। নিজ হাতে ফাঁকা পরিচয় পত্রে নিজের নাম ঠিকানা লেখেন। ওই ফাঁকা পরিচয় পত্রে রিটার্নিং কর্মকর্তার সিল স্বাক্ষরও ছিল না।
সিল স্বাক্ষর ছাড়া সাদা পরিচয় পত্র কেন, জানতে চাইলে তিনি সাংবাদিকদের কোন সদুত্তর দিতে পারেন নি। পরে এক পর্যায়ে তিনি সাংবাদিকদের ক্ষমা চান। এছাড়া এই কেন্দ্রের ভোট কক্ষে থাকা পোলিং অফিসার ও এজেন্টদের অধিকাংশের পরিচয় পত্র ছিল না।
পরিচয় পত্র না থাকার কথা স্বীকার করে প্রিজাইডিং কর্মকর্তা মোঃ মিজানুর রহমান শেখ বলেন, ‘সকালে এসে ব্যস্ত হয়ে পড়ায় সবাইকে পরিচয় পত্র দিতে পারিনি। আপনারা এসব নিয়ে কথা বলেন না।’
রামপাল উপজেলা নির্বাচন কর্মকতা মোঃ জাকারিয়া বলেন,‘বিষয়টি জেনে আমি ঘটনাস্থলে এসেছি। পরিচয় পত্র না থাকার বিষয়টি আমরা ক্ষতিয়ে দেখছি। তবে মোঃ মিজানুর রহমান ওই কেন্দ্রের বৈধ কর্মকর্তা।’
বাগেরহাটের রামপালের রাজনগর ও মোরেলগঞ্জের খাওলিয়া ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচনে রামপাল উপজেলার রাজনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতিকের সুলতানা পারভীন, স্বতন্ত্র মিজানুর রহমান শেখ, শেখ আমিনুর রহমান ও এস এম বদরুল হুদা হিরু প্রতিদ্বন্দিতা করছেন। এই ইউনিয়নে ৯ হাজার ৯৪৩ জন ভোটার রয়েছেন।
মোড়েলগঞ্জ উপজেলার খাওলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতিকের মাস্টার সাইদুর রহমান, লাঙ্ল প্রতিকের আবুল হোসেন হাওলাদার এবং স্বতন্ত্র অধ্যক্ষ আব্দুল হাই খান নির্বাচন করছেন। সংরক্ষিত নারী ওয়ার্ডে ১০ এবং পুরুষ সদস্য পদে ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। এই ইউনিয়নে ২১ হাজার ৫১৩ জন ভোটার রয়েছে।
খুলনা গেজেট/ এস আই