পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। তারা দুজনেই নিজ নিজ বাসায় আইসোলেশনে আছেন।
বুধবার নিজেই গণমাধ্যমকে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন। করোনা আক্রান্ত হওয়ার কারণে নাইজারে অনুষ্ঠেয় ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে পারেননি তিনি। আজ তার নাইজারের উদ্দেশে দেশছাড়ার কথা ছিল।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমার সিজনাল ফ্লু টাইপের সমস্যা দেখা দেয়। এ ছাড়া বিদেশ সফরের জন্য করোনার পরীক্ষার জন্য নমুনা দিই। পরে জানতে পারি করোনাভাইরাস পজিটিভ। এর পর থেকে আইসোলেশনে আছি। তবে আমি সুস্থ আছি।
তিনি জানান, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনও করোনা শনাক্ত হয়েছেন। তিনিও নিজ বাসায় আইসোলেশনে আছেন। এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী ও সচিবের দফতরের কয়েকজন কর্মকর্তাও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানান সচিব।
নাইজারে ওআইসির সদস্যভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দেয়ার কথা ছিল একে মোমেনের। আজ সকাল তার দেশছাড়ার কথা ছিল। করোনার কারণে তিনি দেশত্যাগ করতে পারেননি।
এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম করোনা আক্রান্ত হন। তিনি এখনও আইসোলেশনে রয়েছেন।
খুলনা গেজেট/কেএম